আমরা প্রায় সকলেই জানি যে sp খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড তাই এই ব্রান্ডের জনপ্রিয়তা নিয়ে বিশেষভাবে বলার কিছু নাই। কমিউটার সেগমেন্টে তারা অনেকগুলো বাইক বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এবং সেগুলো গ্রাহকেরা খুব ভালোভাবে গ্রহণ করতে সক্ষম হয়েছে। আমাদের পার্শ্ববতীদেশ ভারতে হোন্ডার ১২৫ সিসির বাইক রয়েছে এবং সেগুলোও গ্রাহকদের থেকে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। ১২৫ সিসির সেগমেন্টে ইন্ডিয়ার বাজারে হোন্ডার একটি জনপ্রিয় বাইক হল এই Honda SP 125। আজকে আমারা {{ ডিজিটাল বাংলা রিভিউস }} এর মাধ্যমে জানবো এই বাইকের ফিচারগুলো ও দাম সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত।
ডিজাইন
১২৫ সিসির কমিউটার বাইক হিসেবে এই বাইকের খুব সুন্দর ডিজাইন আছে। সামনের অংশ থেকে শুরু করে পেছনের অংশ পর্যন্ত সব কিছু খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে ডিজাইন ও গ্রাফিক্স অনেক আধুনিক রাখা হয়েছে এই বাইকে।
ইঞ্জিন
সুন্দর এই বাইকের ইঞ্জিনে রয়েছে ১২৪ সিসির সিংগেল সিলিন্ডার ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ১০.৬ বিএইচপি এবং ম্যাক্স টর্ক ১০.৯ উৎপাদন করতে সক্ষম। যেহেতু হোন্ডার ইঞ্জিন তাই নিঃসন্দেহে বলা যায় যে এর কোয়ালিটি ও পারফরমেন্স নিয়ে কোন আপোষ হবে না।
অন্যান্য বিষয়
সামনের দিকে এই বাইকের ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের দিকে রয়েছে টুইন শক সাসপেনশন। এদিকে বাইকের ব্রেকিং আরও ভালো করার জন্য রয়েছে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক। সামনের টায়ার এর সাইজ 80/100-18 M/C 47P এবং পেছনের টায়ারের সাইজ 80/100-18 M/C 54P।
Honda SP 125 বাইকের দাম
যেহেতু এই বাইকটি বাংলাদেশের বাজারে এখনও আসেনি তাই দামটা সঠিকভাবে বলা যাচ্ছে না তবে আমাদের পার্শ্ববতী দেশ ভারতে এই বাইকের দাম নির্ধারন করা হয়েছে ৭৮,৩৮১ রুপি । এই বাইকটির দাম বাংলাদেশের বাজারে আসলে সর্বসাকুল্যে দাম দাঁড়াবে আনুমানিক ১,২০,০০০ থেকে ১,৪০,০০০ টাকার মধ্যে।
তবে সব সময় আপনার যে বিষয়টি মনে রাখবেন আপনি যে কোম্পানির গাড়ি চালান না কেন খুব সাবধান এবং সতর্কভাবে চালাবেন কারণ কথায় আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
একটি মন্তব্য পোস্ট করুন