Ads

অনেকে দিনে থেকে Global e বাইকাররা অপেক্ষা করে আছে হোন্ডার অন্যতম স্টাইলিশ বাইক Honda X Blade বাইকটির জন্য । তবে অপেক্ষা আর দীর্ঘায়িত হবে না । খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে Honda X Blade । বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (BHL) হোন্ডা এক্স ব্লেড এর লঞ্চিং তারিখ ঘোষনা করেছে । এই মাসের ১৩ ও ১৪ ই ডিসেম্বর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় লঞ্চ হতে যাচ্ছে Honda X Blade বাইকটি । এছাড়া তারা বাইকটি দাম ও ঘোষনা করে দিয়েছে ।



Honda X Blade - বাইকটির বিশেষত্ব

হোন্ডা এক্স ব্লেড বাইকটি হচ্ছে ১৬০সিসি স্পোর্টেস কমিউটার সেগমেন্টের বাইক । তবে বাইকটির প্রায় অনেক গুনাগুন এর বড় ভাই Honda CB Hornet থেকে নেয়া হয়েছে । বাইকটির ইঞ্জিন ও চেসিস প্রায় একই রকম - শুধু মাত্র পাওয়ার ডেলিভারীটা কিছুটা কমিয়ে দেয়া হয়েছে । যার কারনে বাইকটির ইঞ্জিন থেকে 13.9 bhp এবং 13.9 NM টর্ক উৎপন্ন হয় । বাইকটির ইঞ্জিন বা এর ফিগার বাইকটির বিশেষত্ব নয় । এর বিশেষত্ব হচ্ছে বাইকটির লুকস । প্রথমবারের মত যখন বাইকটিকে গ্লোবাললি ডিসপ্লে করা হয়, বাইকটি রোবটিক হেডলাইট সবার দৃষ্টি আকর্ষন করে । এছাড়া এর সম্পূর্ন ডিজিটাল স্পিডোমিটারও অনেকের নজর কারে । তবে স্পিডোমিটারটি নেয়া হয়েছে ইন্দোনেহশিয়ান সিবিআর১৫০ ভার্সন থেকে । বাইকটিতে সব ধরনের আধুনিক বাইকিং প্রযুক্তি দেয়া হয়েছে যার মধ্যে রয়েছে এলইডি হেডল্যাম্প, টেইল ল্যাম্প, টিউবলেস টায়ার, রেয়ার মনোশক ইত্যাদি । বাইকটিতে সামনের দিকে ৮০/১০০-১৭ টায়ার ও ১৩০/৭০-১৭ সেকশন রেয়ার টায়ার দেয়া হয়েছে । বাইকটিতে এক সেকশেন ছোট রেয়ার দেয়া হয়েছে হোন্ডা সিবি হর্নেট এর চেয়ে, এর মুল কারন হচ্ছে এর এগ্রেসিভ লুকস । বাইকটি ডিজাইন করা হয়েছে স্পোর্টস কমিউটার হিসেবে-বাইকটির লুকস ভাল,পারফর্মেন্স ও দারুন এবং সেই সাথে ইকোনোমিক্যাল । Honda X Blade বাইকটি বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে । শোরুম ও ডিলার শপ গুলো ইতিমধ্যে প্রি-বুকিং নিয়েছে বাইকটির । হোন্ডা এক্স ব্লেড বাইকটি লঞ্চিং তারিখ ও দাম ঘোষনা করা হয়েছে । এছাড়া বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন ।


আরো পড়ুন: টিভিএস মোটরবাইক সম্পর্কে

Honda X Blade দাম 

এই দুরন্ত বেগবান বাইকটির প্রাইজ বর্তমান মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দোনুভাবেই পাওয়া যাচ্ছে। তবে বর্তমান বাংলাদেশ মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল ভাবেই এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,32,500 টাকা।77,693€ নির্ধারণ করা হয়েছে বর্তমান ইন্ডিয়ার মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল ভাবেই এই বাইকটির প্রাইস। আর 700 $ ডলারের আসে পাশে পেয়ে যাব আমরা এই স্পোর্টস বাইকটি বিশ্ব বাজারে। তার কারণ হলো এই বাইকটির প্রাইস বিশ্ব বাজারে আনঅফিসিয়াল ভাবে নির্ধারণ করা হয়েছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads