অনেকে দিনে থেকে Global e বাইকাররা অপেক্ষা করে আছে হোন্ডার অন্যতম স্টাইলিশ বাইক Honda X Blade বাইকটির জন্য । তবে অপেক্ষা আর দীর্ঘায়িত হবে না । খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে Honda X Blade । বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (BHL) হোন্ডা এক্স ব্লেড এর লঞ্চিং তারিখ ঘোষনা করেছে । এই মাসের ১৩ ও ১৪ ই ডিসেম্বর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় লঞ্চ হতে যাচ্ছে Honda X Blade বাইকটি । এছাড়া তারা বাইকটি দাম ও ঘোষনা করে দিয়েছে ।
Honda X Blade - বাইকটির বিশেষত্ব
হোন্ডা এক্স ব্লেড বাইকটি হচ্ছে ১৬০সিসি স্পোর্টেস কমিউটার সেগমেন্টের বাইক । তবে বাইকটির প্রায় অনেক গুনাগুন এর বড় ভাই Honda CB Hornet থেকে নেয়া হয়েছে । বাইকটির ইঞ্জিন ও চেসিস প্রায় একই রকম - শুধু মাত্র পাওয়ার ডেলিভারীটা কিছুটা কমিয়ে দেয়া হয়েছে । যার কারনে বাইকটির ইঞ্জিন থেকে 13.9 bhp এবং 13.9 NM টর্ক উৎপন্ন হয় । বাইকটির ইঞ্জিন বা এর ফিগার বাইকটির বিশেষত্ব নয় । এর বিশেষত্ব হচ্ছে বাইকটির লুকস । প্রথমবারের মত যখন বাইকটিকে গ্লোবাললি ডিসপ্লে করা হয়, বাইকটি রোবটিক হেডলাইট সবার দৃষ্টি আকর্ষন করে । এছাড়া এর সম্পূর্ন ডিজিটাল স্পিডোমিটারও অনেকের নজর কারে । তবে স্পিডোমিটারটি নেয়া হয়েছে ইন্দোনেহশিয়ান সিবিআর১৫০ ভার্সন থেকে । বাইকটিতে সব ধরনের আধুনিক বাইকিং প্রযুক্তি দেয়া হয়েছে যার মধ্যে রয়েছে এলইডি হেডল্যাম্প, টেইল ল্যাম্প, টিউবলেস টায়ার, রেয়ার মনোশক ইত্যাদি । বাইকটিতে সামনের দিকে ৮০/১০০-১৭ টায়ার ও ১৩০/৭০-১৭ সেকশন রেয়ার টায়ার দেয়া হয়েছে । বাইকটিতে এক সেকশেন ছোট রেয়ার দেয়া হয়েছে হোন্ডা সিবি হর্নেট এর চেয়ে, এর মুল কারন হচ্ছে এর এগ্রেসিভ লুকস । বাইকটি ডিজাইন করা হয়েছে স্পোর্টস কমিউটার হিসেবে-বাইকটির লুকস ভাল,পারফর্মেন্স ও দারুন এবং সেই সাথে ইকোনোমিক্যাল । Honda X Blade বাইকটি বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে । শোরুম ও ডিলার শপ গুলো ইতিমধ্যে প্রি-বুকিং নিয়েছে বাইকটির । হোন্ডা এক্স ব্লেড বাইকটি লঞ্চিং তারিখ ও দাম ঘোষনা করা হয়েছে । এছাড়া বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন ।
আরো পড়ুন: টিভিএস মোটরবাইক সম্পর্কে
একটি মন্তব্য পোস্ট করুন