Itel A24 Pro: স্পেসিফিকেশন ও ফিচার্স
বাংলাদেশে Itel অফিশিয়াল ওয়েবসাইটে Itel A24 Pro সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এই ফোনে রয়েছে 5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনে Android 12 Go Edition অপারেটিং সিস্টেম দিয়েছে Itel। সস্তার এই ফোনে শক্তি জোগাবে অক্টা-কোর Unisoc SC9832E চিপসেট। সঙ্গে 2 GB RAM ও 32 GB স্টোরেজ থাকছে। তবে এই ফোনে microSD সাপোর্ট দিয়েছে Itel। ফোনের ভিতরে রয়েছে 3,020 mAh ব্যাটারি। micro USB পোর্টের মাধ্যমে এই ফোন চার্জ হবে।তবে Itel A24 Pro - তে আহামরি ক্যামেরা পাবেন না। ফোনের পিছনে রয়েছে 2 MP AI ক্যামেরা। সঙ্গে পাবেন LED ফ্ল্যাশ। এছাড়াও সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 0.3 MP ক্যামেরা। এন্ট্রি লেভেল সেগমেন্টের এই ফোনে কোনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। Itel A24 Pro - এর আয়তন 145.4 x 73.9 x 9.85 mm। কম দামের ফোন হলেও এই ফোনে 4G কানেক্টিভিটি পাওয়া যাবে।ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সস্তায় Android ফোনের চাহিদা বাড়ছে। কম খরচে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট থাকার জন্য এই ফোনগুলি আরও বেশি মানুষ কিনছেন। এর মধ্যে অনেকেই আগে ফিচার ফোন ব্যবহার করতেন ও প্রথম স্মার্টফোন কিনছেন। মূলত এই গ্রাহকদের কথা মাথায় রেখেই সস্তায় এই ফোন বাংলাদেশে লঞ্চ করল Itel।
Itel A24 Pro দাম
এবার আমরা আলোচনা করব স্মার্টফোনটির মূল আকর্ষণ নিয়ে যেটা জানার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে ছিলেন। স্মার্টফোনটির মূল্য কত রয়েছে ? সেটা জানার আগ্রহ মোটামুটি সবার মধ্যেই রয়েছে। বাংলাদেশের মার্কেটে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 7,999 টাকা। ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 5,990 রুপি। আমরা যদি এখন আন্তর্জাতিক মার্কেটের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো সেখানে এই স্মার্টফোনের মূল্য রয়েছে 170 ডলার। উপরে আমরা স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ফিচারগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে দেখতে পেয়েছি বেশ কিছু জায়গায় স্মার্ট ফোনটি ভালো পারফরম্যান্স অফার করলেও কিছু কিছু জায়গায় এই স্মার্টফোনটির আপডেট প্রয়োজন ছিল। তো যাই হোক পার্সোনালি আপনাদের কার কি মতবাদ রয়েছে এই স্মার্টফোনটি সম্পর্কে সেটা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন