Ads

বর্তমানে বাংলাদেশে আইটেল (itel) কোম্পানি তাদের মোবাইল ফোনগুলো নিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে জাভা মোবাইল বা বাটন মোবাইল গুলোতে এতো কম সময়ে এত বেশি জনপ্রিয়তা লাভ করেছে যা বলার মতো নয়। বাংলাদেশে বাটন মোবাইল গুলোর মধ্যে সবচেয়ে বিক্রিত মোবাইল কোম্পানি হলো আইটেল। তবে ইতিমধ্যে তারা শুধু বাটন ফোন নয় তারা এন্ড্রয়েড মোবাইলও বের করে ফেলেছে এবং তাদের জনপ্রিয়তা শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। যদিও এটি হংকং এর একটি মোবাইল কোম্পানি, তবে বাংলাদেশেও এদের মোবাইল ফ্যাক্টরি বেশ উন্নত মানের রয়েছে। আর আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে, এই আইটেল ভিশন ১ টাও বাংলাদেশে তৈরী । যদিও এদের যাবতীয় মালামাল সব  আসে চায়না থেকে। তো আজকে আমরা এই আইটেল ভিশন ১ নিয়েই আলোচনা করব।

বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় মোবাইলগুলোর মধ্যে একটা হলো আইটেল ভিশন ১। অনেকে এটিকে গরিবের আইফোন হিসেবেও বলে থাকে। কারণ হলো এই ফোনটির রেয়ার ক্যামেরাটা একদম আইফোন ১১ এর মত দেখতে। ফোনটি এই বছরের মার্চ মাসে বাংলাদেশে রিলিজ করা হয়।


আইটেল ভিশন ১ মোবাইল ফোনটির রিভিউ | Itel Vision 1 price in bangladesh



প্রথমেই মোবাইলের কিছু ফিচার গুলো জেনে নেয়া যাক,

*মোবাইলটিতে রয়েছে ৬ ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে।
*ক্যামেরা রয়েছে ৮ এবং ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা।
*ফোনটিতে ব্যবহার করা হয়েছে এন্ডোয়েড ৯ (পাই)।
*ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক তো থাকছেই।
*আর রয়েছে চার হাজার এমএএইচ নন রিমোভেবল ব্যাটারি।

যেটা আপনাকে খুব ভালো মানের ব্যাকআপ দিবে। যা আমরা এই লো বাজেটের মোবাইল ফোনে পেয়ে যাব । আসলে আরো অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করা হলো।

ফোনটির ডিজাইন

ফোনটির ডিজাইন একেবারে অসাধারণ। এর সামনে রয়েছে নচ ডিসপ্লে এবং একদম উপরে মাঝখানে রয়েছে ছোট্ট একটি ক্যামেরা। যেটা ডিসপ্লে টাকে অনেক সুন্দর করে তুলেছে এবং পেছনের সাইডের রয়েছে আইফোন ইলেভেন এর মত তিনটে ক্যামেরা স্লট। এখানে ২ টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ রয়েছে। তার ঠিক নিচেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ডিসপ্লে

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি নচ ডিসপ্লে। ডিসপ্লেটি 720p 30fps এর। অর্থাৎ এইচডি ডিসপ্লে এবং এটি ওয়াটারড্রপ ডিসপ্লে।

স্টোরেজ

ফোনটিতে রয়েছে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রোম। ২/৩২ আপনাকে খুবই সুন্দর একটা পারফরম্যান্স দিবে।

ক্যামেরা

ফোনটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং তার সাথে রয়েছে ০.৩ মেগাপিক্সেল এর ছোট্ট আরেকটা ক্যামেরা। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। পিছনের ক্যামেরার ডিজাইনটি আইফোন ১১ এর মতো করে করা হয়েছে।

ব্যাটারি

এখানে ব্যবহার করা হয়েছে চার হাজার এমএএইচ এর নন-রিমোভাবেল ব্যাটারি। ফোনটিতে চার্জ হতে প্রায় ৩-৪ ঘন্টা সময় লাগে। এখানে টাইপ-সি ব্যবহার করা হয়নি।

প্রসেসর

ফোনটিতে ব্যবহৃত হয়েছে Octa Core (4×1.6 GHz Cortex-A55 CPU and 4×1.2 GHz Cortex-A55) প্রসেসর। যেটা আসলে এই ফোনটির সাথে খাপে খাপ। আর চিপসেট রয়েছে Spreadtrum UniSoC SC9863A।

ফোনের protection সেন্সর সমূহ,

ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেসলক, মাল্টি টাচ সিস্টেম। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অনেক ফাস্ট এবং তুলনামূলক অনেক ভালো প্রাইস অনুযায়ী। তাছাড়াও ফেস লক সিস্টেমটাও খারাপ না।

বর্তমান ডিভাইসটির দাম 

তো বর্তমান মার্কেটপ্লেসের ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে 6,999 টাকা। তবে বাজেট টা কে আমরা লো বাজেট হিসেবে ধরতে পারি। তাছাড়াও আইটেল কোম্পানিটি কে আমার সাধারণত দেখে থাকি তারা লো বাজেট কিংবা মিডিয়াম বাজেটের ভিতরে মোবাইল রিলিজ করার ক্ষেত্রে  বর্তমান বাজারের জনপ্রিয় একটি ব্র্যান্ড। আবার তাদের এই কার্যকর দিকটি দেখে অনেক কোম্পানি তাদেরকে এন্টি লেভেলের কিং বলেও আখ্যায়িত করেছে। তো আমরা যারা লো বাজেটের ভিতর একটি ভালো মানের মোবাইল ফোন খুজতেছি তাদের জন্য itel এর ভিশন 1 মডেলের ডিভাইসটি সেরা হতে পারে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads