Full specification
হিরোর সম্পূর্ণ নতুন একটি নেকেড মোটরসাইকেলের ডিজাইন পেটেন্টের ছবি কিছুদিন আগে ফাঁস হয়েছে। রিপোর্টের দাবি এটি Bajaj Pulsar NS 200 ও TVS Apach RTR 200 4V-এর সাথে টক্কর চালাতে আনা হচ্ছে। যার উন্নয়নে হাত লাগিয়েছে হিরো। Xtreme 160 R-এর সাথে ডিজাইনগত দিক থেকে আসন্ন বাইকটির অনেকাংশেই মিল রয়েছে। অনুমান করা হচ্ছে, এটি Xtreme 200 R নামে বাজারে লঞ্চ হবে।উল্লেখ্য, Xtreme 200 R বাইকটি অতীতে ভারতের বাজারে বিক্রি করা হতো। ২০২০-তে যার বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এবারে নতুন অবতারে আসতে চলেছে বাইকটি। যার সাথে বাজার চলতি Xpulse 200-এর অনেক যন্ত্রাংশে মিল লক্ষ্য করা গেছে। এতে রয়েছে একটি ১৯৯.৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ৪ভি অয়েল-কুল্ড ইঞ্জিন। যা থেকে ১৯.১ পিএস শক্তি এবং ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে একটি ৫-স্পিড ট্রান্সমিশন।সম্প্রতি হিরো ভারতে তাদের Karizma XMR ও Karizma XMR 210 বাইক দুটির জন্য ট্রেডমার্ক দায়ের করেছে। অনুমান করা হচ্ছে, এই ফেয়ার্ড মোটরসাইকেলগুলি নতুন অবতারে পুনরায় হাজির করতে চলেছে সংস্থা। এতে ব্যবহার করা হবে একটি নতুন ২১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে ২৫ পিএস শক্তি এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে সংযুক্ত থাকবে একটি ৬-স্পিড গিয়ারবক্স।সংস্থার নতুন লঞ্চের তালিকায় একটি বৃহত্তর ইঞ্জিনের Karizma রয়েছে। ২০২৪ এর মাঝামাঝিতে Xpulse 400-এর উপর ভিত্তি করে আসবে বাইকটি। এতে থাকবে একটি বৃহৎ ফুয়েল ট্যাঙ্ক, অ্যাঙ্গুলার উইন্ডস্ক্রিন, একটি স্পোর্টি এলইডি হেডল্যাম্প ইউনিট, ব্ল্যাক ফিনিশড অ্যালয় হুইল, নতুন চ্যাসিস সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।সম্প্রতি Hero Xtreme 160 R-এর নতুন প্রজন্মের ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। নেকেড বাইকটিতে ব্লুটুথ সহ ইন্সট্রুমেন্ট কনসোল এবং উন্নত স্টাইলিংয়ের দেখা মিলেছে। তবে আগের মতোই একটি ১৬৩ সিসি, এয়ার কুল্ড ইঞ্জিনে ছুটবে এটি। যা থেকে ১৫ পিএস শক্তি এবং ১৪ এনএম টর্ক পাওয়া যাবে। এটি ভারতের বাজারে TVS Apache RTR 160 4V ও Bajaj Pulsar N160-এর সাথে টেক্কা নেবে।
Karizma XMR দাম
আমরা সচরাচর Yamaha ব্র্যান্ড টিকে মোটামুটি high বাজেটের ভিতরে বর্তমান মার্কেটপ্লেসে একটু বেশি মোটর বাইক লঞ্চ করতে দেখি। আমরা যারা বাংলাদেশ থেকে এই মোটর বাইকটি ব্যবহার করতে চাই তাদেরকে খরচ করতে হবে 2,10,000 টাকা। যা মূলত এই মডেলটির অফিসিয়াল প্রাইস। আপনারা যারা এই মোটরসাইকেলটি ইন্ডিয়ান থেকে ব্যবহার করতে চান তাদেরকে খরচ করতে হবে 99,999€। আর আমরা যারা এই bick অন্যান্য দেশ থেকে কিংবা ডলারের মাধ্যমে ক্রয় করতে চাই তাদেরকে ব্যয় করতে হবে 1,559$। তবে এটা খুব সহজেই বলা যেতে পারে এই এই বাইকটিজ দিয়ে আমরা মোটামুটি ভালো মানের সার্ভিস পেয়ে যাব । তবে আমার কাছে এই বাইকটির বিস্তারিত সম্পর্কে আর তার প্রাইজটা মোটামুটি কাছাকাছি বলে মনে হয়েছে। তবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন।
তবে বন্ধুরা সব সময় মনে রাখতে হবে যে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করে চালাবেন কারণ একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না।
একটি মন্তব্য পোস্ট করুন