Ads

 lenovo কোম্পানি এবার ল্যাপটপ রিলিজের পাশাপাশি মোবাইল ফোনের দিকে একটু বেশি কেয়ার দিয়েছি । এমনটাই বলা যাচ্ছে কারণ । Lenovo  কোম্পানিটি অবশেষে বিশ্ববাজারে সাথে বাংলাদেশ বাজারেও লঞ্চ করেছে Lenovo Legion Y70 গেমিং স্মার্টফোন। Lenovo হোম মার্কেট চীনে এই গেমিং স্মার্টফোনের সাথে Android ট্যাবলেট Xiaoxin Pad Pro 2022 ও লঞ্চ করেছে। Lenovo এর এই গেমিং স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। এই গেমিং ফোনটিতে 10 টি কুলিং লেয়ার ও ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এই পোস্টে আমি আপনাদের Lenovo এর এই গেমিং স্মার্টফোনটির সম্পর্কে বিস্তারিত জানাবো।


লেনোভো লিজিয়ন y70 মোবাইল ফোনের রিভিউ | Lenovo Legion Y70 price in bangladesh


Lenovo Legion Y70 এর স্পেসিফিকেশন এবং ফিচার

Lenovo Legion Y70 স্মার্টফোনটিতে একটি 6.67-ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন রয়েছে। এই ফোনে পাঞ্চ হোল ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে FHD+ রেজলিউশন, 144Hz রিফ্রেশরেট, HDR10+, ডলবি ভিশন ও 1,000 নিটস ব্রাইটনেস সাপোর্টের সাথে আসে। এই Lenovo গেমিং স্মার্টফোনটি একটি বক্সি ফ্যাক্টর সহ আসে, যা এভিয়েশন গ্রেড অ্যালুমিনিয়াম মেটেরিয়াল এবং CNC- কার্ভড মেটাল মিডল ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে।Lenovo Legion Y70 স্মার্টফোনের রেয়ার প্যানেলে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই Lenovo ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এই ফোনটিতে একটি 13MP সেকেন্ডারি লেন্স এবং একটি 2MP থার্ড ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের সামনে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।Lenovo Legion Y70 ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। এছাড়াও এই গেমিং স্মার্টফোনটিতে একটি বড় ভেপোর চেম্বার এবং 10 টি লেয়ার বিশিষ্ট হিট ডিসপেনসন মেকানিজম দেওয়া হয়েছে। এই ফোনে 5100mAh ব্যাটারি এবং 68W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এই Lenovo Legion Y70 ফোনটি Android 12 এর উপর ভিত্তি করে ZUI 14 এ রান করে।

Lenovo Legion Y70 এর দাম

Lenovo Legion Y70 স্মার্টফোনটি হোয়াইট, টাইটানিয়াম গ্রে এবং ফ্লেম রেড-এই তিনটি রঙের কালার অপশনে পেশ করা হয়েছে। 8GB RAM + 128GB স্টোরেজের Lenovo-এর গেমিং স্মার্টফোনের  ভেরিয়েন্টটি  35,000 টাকা দামে পেশ করা হয়েছে বর্তমান বাংলাদেশ বাজারে এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টটি  39,500 টাকা দামে পেশ করা হয়েছে বাংলাদেশ বাজারে এবং 16GB RAM + 512GB স্টোরেজ  শীর্ষ ভেরিয়েন্টটি  50,000 টাকায় লঞ্চ করা হয়েছে বাংলাদেশের মার্কেট গুলোর ভিতরে। তাছাড়াও লেনোভো কোম্পানিটি তাদের এই ডিভাইসটির কে তারা বর্তমান মার্কেটপ্লেস গুলোর ভিতরে অফিসিয়াল ভাবেই রিলিজ করেছে। যাতে তাদের গ্রাহকদের ডিভাইসটিক ক্রয়  করার সময়  প্রাইস  এর দিকে কোন সমস্যা না হয়। তার সাথে আমরা ডিভাইসটির  ভিতরে বেশ কিছু গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাব অফিসিয়াল ভাবে তবে অল্প কিছুদিনের জন্য।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads