Ads

Lenovo-এর প্রথম 5G ট্যাবলেট Lenovo Tab P11 5G লঞ্চ হল বিশ্ব বাজারে। নতুন এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি সাব-6 গিগাহার্টজ 5G নেটওয়ার্ক রয়েছে যাতে ব্যবহারকারীরা হাই-স্পিডের কানেক্টিভিটি উপভোগ করতে পারেন। Lenovo Tab P11 5G ট্যাবলেটটি 2K IPS ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G চিপসেট, 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, JBL স্পিকার সিস্টেম সহ এসেছে। তবে চলুন Lenovo Tab P11 5G ট্যাবলেটের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।


লেনোভো ট্যাব পি ১১ নতুন মডেলের ট্যাব চলে এলো | Lenovo tab p11 price in India



Lenovo Tab P11 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার:


এই ট্যাবলেটে 11-ইঞ্চির 2K (2000×1200 পিক্সেল) IPS ডিসপ্লে রয়েছে। ট্যাবেলেটের ডিসপ্লেটি সর্বাধিক 60 হার্টজ রিফ্রেশ রেটে ডলবি ভিশন কনটেন্ট সাপোর্ট করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G রয়েছে। মডেলটিতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে রান করবে। তবে ট্যাবলেট এবং ফোল্ডেবল ফোনের জন্য নিয়ে আসা গুগলের অ্যান্ড্রয়েড 12L কাস্টম ইউজার ইন্টারফেসের আপগ্রেড পাওয়া যাবে ডিভাইসটিতে।

ক্যামেরার ক্ষেত্রে, Lenovo Tab P11 5G ট্যাবলেটে অটো-ফোকাস সহ 13-মেগাপিক্সেলের রিয়ার সেন্সর এবং ডিসপ্লের উপরে ToF (টাইম-অফ-ফ্লাইট) সেন্সর সহ 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। Lenovo Tab P11 5G ট্যাবলেটে ফ্রন্ট সেন্সরটি ক্যামেরা এবং সাবজেক্টের মধ্যে দূরত্ব পরিমাপ করতে সক্ষম। ভিউয়িং-এর অভিজ্ঞতা আরও উন্নত করতে, ডিভাইসটিতে JBL স্পিকার সিস্টেম রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Lenovo Tab P11 5G ট্যাবলেটে 20 ওয়াট চার্জিং সাপোর্ট সহ 7,700 mAh ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি একবার চার্জে 12 ঘন্টা পর্যন্ত ভিডিয়ো স্ট্রিমিং টাইম অফার করবে বলে সংস্থার দাবি। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে – ব্লুটুথ 5.1, ওয়াই-ফাই 6, এবং ইউএসবি টাইপ-সি 3.2 জেন 1 পোর্ট। এছাড়াও ভাল গ্রিপিং-এর জন্য ট্যাবলেটের বেজেলগুলি পুরু রাখা হয়েছে।

Lenovo Tab P11 দাম 


এই ট্যাবলেট টির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 12 জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব 256 জিবি রোম। এই ট্যাবলেট টির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব ট্যাবলেট টির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 20,000 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে ট্যাবলেট টির ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 19,999€ (রুপি) স্মার্ট Tab টির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads