Ads

গ্রীষ্মকাল এলেই কুলার (Cooler) এবং এসির চাহিদা বেড়ে যায়। বর্তমানে বাজারে অনেক ছোট আকারের কুলার পাওয়া যায়। ফলে এখন আর ঘরে আলাদা করে জায়গা বের করতে হয় না কুলার রাখার জন্য। গরমের দিনে নিজেকে ঠান্ডা রাখতে কিনেই ফেলতে পারেন একটি ছোট কুলার (Mini Cooler) বা দেহ ঠান্ডা রাখার এসি । অনেক সময় ইচ্ছে থাকলেও টাকার কথা ভেবে কিনে উঠতে পরেন না অনেকেই। কিন্তু এবার আর কুলার বা এসি কিনতে হলে আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে না। ফ্য়ানের দামেই একটি কুলার কিনে আনতে পারবেন। তাই আপনিও যদি একটি নতুন কুলার কেনার পরিকল্পনা করেন, তাহলে আপনাকে এমন কয়েকটি কুলার সম্পর্কে জানানো হবে যার দাম সামান্য়। এই কুলারের দাম এতটাই কম যে, আপনি সহজেই অর্ডার করতে পারবেন। আবার কুলারগুলিকে একটি ছোট টেবিলে (Table) সেট করতে পারবেন।এয়ার কন্ডিশনের পাশাপাশি অনেকেই এখন এয়ার কুলার কিনতে পছন্দ করেন। এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। কারণ, এয়ারকন্ডিশনের দাম অনেক বেশি। স্প্লিট হোক বা উইন্ডো AC যে কোনও ক্ষেত্রেই এর দাম শুরু হয় 25 হাজার টাকার বেশি। অন্যদিকে এয়ার কুলারের দাম অনেক কম। এই প্রতিবেদনে আজ এমন একটি এয়ার কুলারের সন্ধান আপনারা জানতে পারবেন যার দাম মাত্র এক হাজার টাকার আশপাশে।এয়ার কুলারের আরও একটি বড় সুবিধা হল যেকোনও জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। প্রটেবল এয়ার কুলার হলে সুবিধা আরও বেশি। কারণ সেক্ষেত্রে বাড়ির বাইরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে খুব সহজেই নিয়ে যাওয়া সম্ভব। যেকোনও ছোটোগাড়ির বুট স্পেসে ওই প্রোটেবল নিয়ে যাওয়া সম্ভব হবে।এই প্রতিবেদনে ডিজিটাল বাংলা রিভিউস এর মাধ্যমে যে এয়ার কুলারের সম্পর্কে জানতে পারবেন সেটি হল Mini Air Cooler বা গরিবের এসি। 


আরো পড়ুন: সকল এসি সম্পর্কে এখানে ক্লিক করে



Mini Air Cooler ফিচার 

এই এয়ার কুলারে মোট 3টি ফ্যান মোড রয়েছে। লো, মিডল এবং হাই স্পিডে এই কুলার চালানো যাবে। কুলারটি এতটাই ছোটো যে এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যাওয়া সম্ভব। এছাড়াও খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গাতে হাতে ধরেই নিয়ে যেতে পারবেন। পাশাপাশি বাড়ির বাইরে কোনও প্রয়োজনে এই কুলার ব্যবহার করা যাবে।যেকোনও টেবিলের উপর রেখে ব্যবহার করতে পারবেন এই এয়ার কুলারটি।তবে এই এয়ার কুলার টি আপনি টেবিল ফ্যানের মতো ব্যবহার করতে সক্ষম হবেন। তবে যেখানে রাখেন না কেন খুব সতর্ক অবলম্বন করে এয়ার কুলার টি রাখার চেষ্টা করবেন। আপনারা জেনে চমকে যাবেন যে এই এয়ারকুলার টির ১০ ফুট জায়গা পর্যন্ত ঠান্ডা বাতাস প্রবাহিত হবে সবসময়। এয়ার কুলার টির ফেনের বাহিরে যে কাবার ব্যবহার করা হয়েছে সেটিও ভালো মানে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে ।

Mini Air Cooler দাম 

এই Air Cooler টি আপনারা বর্তমান সব জায়গায় পেয়ে যাবেন যেমন বাজারের ভিতরে, অনলাইনে ইত্যাদি জায়গার ভিতরে। তবে বর্তমান বাংলাদেশ বাজারের ভিতরে এই Air Cooler টির দাম নির্ধারণ করা হয়েছে মাএ ১২০০ টাকা। তবে অনেক দোকানের ভিতরে এই Air Cooler টির দাম বেশি নির্ধারণ করা হয়েছে তবে সেখান থেকে আপনারা অবশ্যই যাচাই করে Air Cooler টি  ক্রয় করার চেষ্টা করবেন। আসা করি এই Air Cooler টি প্রায় আপনাদের সকলের  পছন্দ হতে পারে। তবে ভালো লাগলো  আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ও এই গরম থেকে রক্ষা পেতে সাহায্য করতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads