গ্রীষ্মকাল এলেই কুলার (Cooler) এবং এসির চাহিদা বেড়ে যায়। বর্তমানে বাজারে অনেক ছোট আকারের কুলার পাওয়া যায়। ফলে এখন আর ঘরে আলাদা করে জায়গা বের করতে হয় না কুলার রাখার জন্য। গরমের দিনে নিজেকে ঠান্ডা রাখতে কিনেই ফেলতে পারেন একটি ছোট কুলার (Mini Cooler) বা দেহ ঠান্ডা রাখার এসি । অনেক সময় ইচ্ছে থাকলেও টাকার কথা ভেবে কিনে উঠতে পরেন না অনেকেই। কিন্তু এবার আর কুলার বা এসি কিনতে হলে আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে না। ফ্য়ানের দামেই একটি কুলার কিনে আনতে পারবেন। তাই আপনিও যদি একটি নতুন কুলার কেনার পরিকল্পনা করেন, তাহলে আপনাকে এমন কয়েকটি কুলার সম্পর্কে জানানো হবে যার দাম সামান্য়। এই কুলারের দাম এতটাই কম যে, আপনি সহজেই অর্ডার করতে পারবেন। আবার কুলারগুলিকে একটি ছোট টেবিলে (Table) সেট করতে পারবেন।এয়ার কন্ডিশনের পাশাপাশি অনেকেই এখন এয়ার কুলার কিনতে পছন্দ করেন। এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। কারণ, এয়ারকন্ডিশনের দাম অনেক বেশি। স্প্লিট হোক বা উইন্ডো AC যে কোনও ক্ষেত্রেই এর দাম শুরু হয় 25 হাজার টাকার বেশি। অন্যদিকে এয়ার কুলারের দাম অনেক কম। এই প্রতিবেদনে আজ এমন একটি এয়ার কুলারের সন্ধান আপনারা জানতে পারবেন যার দাম মাত্র এক হাজার টাকার আশপাশে।এয়ার কুলারের আরও একটি বড় সুবিধা হল যেকোনও জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। প্রটেবল এয়ার কুলার হলে সুবিধা আরও বেশি। কারণ সেক্ষেত্রে বাড়ির বাইরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে খুব সহজেই নিয়ে যাওয়া সম্ভব। যেকোনও ছোটোগাড়ির বুট স্পেসে ওই প্রোটেবল নিয়ে যাওয়া সম্ভব হবে।এই প্রতিবেদনে ডিজিটাল বাংলা রিভিউস এর মাধ্যমে যে এয়ার কুলারের সম্পর্কে জানতে পারবেন সেটি হল Mini Air Cooler বা গরিবের এসি।
আরো পড়ুন: সকল এসি সম্পর্কে এখানে ক্লিক করে
একটি মন্তব্য পোস্ট করুন