সম্প্রতি Edge 30 সিরিজের দ্বিতীয় ফোন নিয়ে হাজির হয়েছে Motorola। আগে Qualcomm-এর ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8 Gen 1 চিপসেট সহ 50,000 টাকার কম দামে লঞ্চ হয়েছিল Motorola Edge 30 Pro। এবার মিডিয়াম টাকার কমে বাজারে এল Motorola Edge 30। Motorola Edge 30 -র উত্তরসূরী এই ফোনে রয়েছে হালকা - পাতলা ডিজাইন। এটাই বিশ্বের সবথেকে পাতলা 5G স্মার্টফোন বলে দাবি করেছে Motorola। টাকা দামের প্রতি কতটা সুবিচার করল Motorola Edge 30? পড়ুন রিভিউ:
Motorola Edge 30: ডিজাইন
এই ফোনটি মাত্র 6.79 mm পাতলা। ওজন 155 গ্রাম। এই ফোনে পলিকার্বোনেট ফ্রেম ব্যবহার হয়েছে। হয়তো ফোনের ওজন কম রাখার জন্যই কোম্পানির এই সিদ্ধান্ত। ফোন হালকা রাখতে ফোনের পিছনে অ্যাক্রেলিক ফিনিশ দিয়েছে Motorola। এই ফোন দেখে প্রিমিয়াম মনে না হলেও কোন ভাবেই Edge 30 দেখে সস্তা ফোন মনে হবে না। ধুসর ও সবুজ রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Motorola Edge 30 pro
Edge 30 Pro এর থেকে Edge 30-তে তুলনামূলক ছোট ডিসপ্লে ব্যবহার করেছে Motorola। এই ফোনে রয়েছে 6.55 ইঞ্চি pOLED ডিসপ্লে। যা এই ফোনকে পাতলা রাখতে সাহায্য করেছে। এই ডিসপ্লেতে থাকছে 144 Hz রিফ্রেশ রেট ও 360 Hz টাচ স্যামপ্লিং রেট। যা এই ফোনকে দুর্দান্ত স্ন্যাপি করেছে। ডিসপ্লের মাঝে রয়েছে হোল পাঞ্চ। সেখানে থাকছে সেলফি ক্যামেরা। ডিসপ্লের উপরে থাকছে Corning Gorilla Glass 3-র সুরক্ষা।
undefined
Motorola Edge 30 Launched: শক্তিশালী প্রসেসর সহ 'পালকের মতো' হালকা ফোন নিয়ে এল Motorola, লঞ্চ অফারে মিলছে ₹2000 ছাড়
Motorola Edge 30 pro : ক্যামেরা
এই ফোনে Edge 30 Pro -এর মতোই ক্যামেরা মডিউল ব্যবহার হয়েছে। এমন কি এই ফোনে একদম একই ক্যামেরা ব্যবহার হয়েছে। থাকছে একটি 50 MP প্রাইমারি ক্যামেরা ও 50 MP আলট্রা ওরাইড ক্যামেরা। এছাড়াও রয়েছে একটি 2 MP ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের ক্যামেরায় থাকছে একটি 32 MP সেন্সর। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট দিয়েছে Motorola।
undefined
Motorola Razr 3 Photos Leaked: টাচস্ক্রিন ফোন ভাঁজ হয়ে ঢুকবে পকেটে! Samsung-কে টেক্কা দিতে নয়া মন্ত্র Motorola-র
Motorola Edge 30:pro পারফর্ম্যান্স ও ব্যাটারি
এই ফোনে রয়েছে Snapdragon 778G+ চিপসেট। দৈনন্দিন কাজে এই ফোন ব্যবহারের কোন সমস্যা হবে না। থাকছে 13 টি 5G ব্যান্ড, WiFi 6E, Bluetooth 5.2 সাপোর্ট। ফোনের ভিতরে রয়েছে একটি 4,020 mAh ব্যাটারি। বাজারে অন্যান্য ফোনের থেকে তুলনামূলক কম ক্ষমতার ব্যাটারি থাকলেও এই ফোন Stock Android অপারেটিং সিস্টেমের জন্য ব্যাটারি ব্যাক আপে সমস্যা হবে না। সঙ্গে থাকছে 33W ফাস্ট চার্জিং। এই ফোনে চলবে Android 12 অপারেটিং সিস্টেম।
একটি মন্তব্য পোস্ট করুন