কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর দিয়ে মাত্র মিডিয়াম নোকিয়া আনলো Nokia 8V 5G এই ডিভাইস টি।আমেরিকার মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়েছিল অল্প কিছুদিন আগে। তারমানে মার্কেট ধরে রাখার নতুন টেকনিক মার্কেটে নিয়ে এসেছে বললেই চলে নোকিয়া কোম্পানি। তো আজকে আমরা জানবো ডিজিটাল বাংলা রিভিউজ এর মাধ্যমে এই মোবাইল ফোনটির ফিচার সম্পর্কে বিস্তারিত।
Nokia 8V Spashification
ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ৬.৮১ ইন্স অর্থাৎ প্রায় ৭ ইঞ্চি সাইজের বিশাল এই ফোনের রিয়ার প্যানেলে আছে গ্লাস প্যানেল।সেই সাথে ডিসপ্লে তে রয়েছে গরিলা গ্লাস ৫ এর প্রটেকশন।পাশাপাশি রিয়ার প্যানেলে গল ক্যামেরা হাউস এ রয়েছে কোয়াট ক্যামেরা সেটআপ। যার মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল।তাছাড়া মোবাইলের বডি ফ্রেমে রয়েছে একটি সলিড ফিনিশিং দেয়া।নোকিয়া এই মোবাইলটি শুধুমাত্র একটি কালার ভেরিয়েন্ট মার্কেটে লঞ্চ করেছে এবং সেই কালারটি হলো মিটিওর গ্রে।ডিসপ্লের সাইজ হল ৬.৮১ ইঞ্চি থিকনেস হলো 8.99 মিলিমিটার। এবং ওয়েট হলো 227 গ্রাম।ওভারঅল বিশাল সাইজ এবং ভারী এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে ওইভাবে আসলে লং টাইম ইউজ করতে একটু প্রবলেম ফেস করতে হয়।তবে দুই হাত দিয়ে ইউজ করতে পারবেন অনায়াসেই।মোবাইলটি লেফট সাইডে রয়েছে গুগোল অ্যাসিস্ট্যান্ট এর জন্য ডেডিকেটেড একটি বাটন। উপর অংশে রয়েছে নয়েজ ক্যালকুলেশন মাইক।এবং মোবাইলটির নিচের অংশে রয়েছে মিনি স্পিকার প্রাইমারি মাইক ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সবশেষে ৩.৫ এম এম হেডফোন জ্যাক।মোবাইলে থাকা সিক্স পয়েন্ট ৮১ ইঞ্চি ডিসপ্লে টি হল আইপিএস এলসিডি প্যানেল যেটা ফুল এইচডি প্লাস সাপোর্ট করে।ডিসপ্লের পিক্সেল দেন্সিটি হলো ৩৮৬ পিপিআই এবং তার পাশাপাশি কিন্তু ডিসপ্লে তে গরিলা গ্লাস ফাইভের প্রটেকশন আছে।ডিসপ্লে ঠিক উপরে লেফট সাইডে রয়েছে পান্সহল সেলফি ক্যামেরা।ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে কোয়াট ক্যামেরা সেটআপ।জারমেইন ক্যামেরা হলো 64 মেগাপিক্সেল ওয়ান পয়েন্ট এইট এপাচারের। আরেকটি ক্যামেরা হল 12 মেগাপিক্সেল এর ২.২ অ্যাপাচার এর ওয়ান টুয়েন্টি ডিগ্রী আল্ট্রা ওয়াইড ক্যামেরা।আর বাকি ২ টি ক্যামেরা হল টু মেগাপিক্সেলের করে ২.৪ অ্যাপাচার এর মাইক্রো সেনসর ক্যামেরা এবং ডিপ সেন্সর ক্যামেরা।৬৪ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তুলতে অসাধারণ লাগছিল।ফোনটিতে রয়েছে ৪,৫০০ মিলি এম্পিয়ার এর দুর্দান্ত ব্যাটারি, এবং সাথে রয়েছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা।
একটি মন্তব্য পোস্ট করুন