Nokia কোম্পানির ফোনপ্রেমীদের জন্য রয়েছে একটি দারুন সুখবর। জনপ্রিয় কোম্পানি Nokia তাদের গ্রাহকদের জন্য লঞ্চ করেছে একটি স্মার্টফোন। Nokia কোম্পানি তাদের গ্রাহকদের জন্য খুবই কম দামে নিয়ে এসেছে একটি দারুণ ফোন। Low বাজেটের ভিতরে Nokia কোম্পানির সেই ফোনে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। Nokia কোম্পানির সেই ফোনের নাম হল Nokia C12 Plus। ইতিমধ্যেই ভারতে Nokia C12 Plus ফোন লঞ্চ করা হলেও, এই ফোনের সেলের তারিখ সম্পর্কে কিছু প্রকাশ করা হয়নি। ভারতে Nokia C12 Plus ফোনটির দাম ৮ হাজার টাকারও কম রাখা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক Nokia C12 Plus ফোনের সমস্ত খুঁটিনাটি।
Nokia C12 Plus ফিচার
HMD গ্লোবালের মালিকানাধীন Nokia ভারতে বাজেট স্মার্টফোন Nokia C12 Plus লঞ্চ করেছে। এটি একটি এন্ট্রি-লেভেল ফোন যা Unisoc অক্টা-কোর প্রসেসর যুক্ত। ফোনের ব্যাটারি ৪,০০০ mAh। Nokia C12 Plus বাজেট স্মার্টফোন Android Go এডিশনে কাজ করে। Nokia C12 Plus ফোনে ৩২ GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এতে ২ GB RAM রয়েছে।জেনে রাখা প্রয়োজন যে, Nokia কোম্পানির আগের ভ্যারিয়েন্ট Nokia C12 ফোনের ২ GB RAM এবং ৬৪ GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম ৫,৯৯৯ টাকা। এই ফোনটি লাইট মিন্ট, চারকোল এবং ডার্ক সিয়ান কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যদিও কবে নাগাদ এই ফোনটি সেলে পাওয়া যাবে সেই বিষয়ে Nokia কোম্পানির তরফে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি।Nokia C12 Plus ফোনে একটি ৬.৩ ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ৭২০×১৫২০ পিক্সেল। এই ফোনের সামনের ক্যামেরায় ওয়াটার ড্রপ স্টাইলের নচ দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি UniSoc অক্টা-কোর প্রসেসর রয়েছে, যার সর্বোচ্চ ১.৬Hz ক্লক ফ্রিকোয়েন্সি রয়েছে।Nokia C12 Plus ফোনে রয়েছে সিঙ্গল রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা -ক্যামেরা হিসেবে Nokia C12 Plus-এর সামনে LED ফ্ল্যাশ সহ একটি ৮-মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এছাড়াও সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।কানেকশনের জন্য, Wifi 802.11 B/G/N, ব্লুটুথ ৫.২, একটি মাইক্রো-ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক ফোনে রয়েছে।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
একটি মন্তব্য পোস্ট করুন