Ads

আপনি কি প্রথম দেখাতেই কোনও স্মার্টফোনের প্রেমে পড়েছেন। যদি না পড়ে থাকেন, তবে এবার আপনার প্রেমে পড়ার পালা। হ্যাঁ, OPPO R17 Pro মডেলটি প্রথম দেখাতেই মন ভরিয়ে দেবে। ফোনটির লুকে যখন আপনি ফিদা, তখনই আপনার মাথা ঘুরিয়ে দেবে হ্যান্ডসেটটির ক্যামেরা কোয়ালিটি। OPPO-এ দাবি, এবার ফোটা তোলায় জীবনের সেরা অভিজ্ঞতা হতে চলেছে আপনার। সৌজন্য OPPO R17 Pro।R সিরিজের আগের দুটি ফোন R1 ও R3 বিশ্ব বাজারে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল । সে কথা মাথায় রেখেই এবার এল সেই সিরিজের আরও একটি অত্যাধুনিক মডেল। যে হ্যান্ডসেটে একবার ছবি বা ভিডিও তুললে অন্য কোনও ফোন হাতে ধরতেই ইচ্ছা করবে না। চলুন জেনে নেওয়া যাক মডেলটির খুঁটিনাটি বিষয়বস্তুগুলো।


অপো আর  ১৭ প্রো অফিসিয়াল প্রাইস | OPPO R17 Pro price in India



OPPO R17 Pro spacefication

 

*ক্যামেরাই যখন এই মডেলের মূল আকর্ষণ, তখন প্রথমেই আসা যাক ক্যামেরার কথা।
*এতে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। তিনটির ভূমিকাও আলাদা। প্রাথমিক ক্যামেরাটি ১২ এমপি এবং দ্বিতীয়টি ২০ মেগাপিক্সলের। তৃতীয় ক্যামেরাটি 3D সহায়ক। অর্থাত 3D কোয়ালিটির ছবি তুলতে এই ক্যামেরাটি আদর্শ।
*৬.৪ ইঞ্চির স্ক্রিন-যুক্ত ফোনটিতে অল্প-আলোয় ছবি তোলার জন্য রয়েছে স্মার্ট অ্যাপারচার।
*সেলফির তোলার অভিজ্ঞতাও হবে দুর্দান্ত। তার জন্য থাকছে 7P লেন্স এবং ২৫ মেগাপিক্সল এআই বিউটি ক্যামেরা এবং SuperVOOC ফ্ল্যাশ চার্জিং।
*৮ জিবি ব়্যাম যুক্ত ফোনটি ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি।
*৩৭০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোনটি ৪০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র দশ মিনিট। অর্থাৎ মাত্র ৪০ মিনিটেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।
*Radiant Mist এবং Emerald Green, এই দুটি রঙে বাজারে মিলছে OPPO R17 Pro।
*OPPO-র বিগ বাজেটের অন্যান্য ফোনগুলির মতো এতেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

OPPO R17 Pro দাম


এবার আমরা আলোচনা করব স্মার্টফোনটির মূল আকর্ষণ নিয়ে যেটা জানার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে ছিলেন। স্মার্টফোনটির মূল্য কত রয়েছে ? সেটা জানার আগ্রহ মোটামুটি সবার মধ্যেই রয়েছে। বাংলাদেশের মার্কেটে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 69,999 টাকা। ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 45,990 রুপি। আমরা যদি এখন আন্তর্জাতিক মার্কেটের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো সেখানে এই স্মার্টফোনের মূল্য রয়েছে 730 ডলার। উপরে আমরা স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ফিচারগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে দেখতে পেয়েছি বেশ কিছু জায়গায় স্মার্ট ফোনটি ভালো পারফরম্যান্স অফার করলেও কিছু কিছু জায়গায় এই স্মার্টফোনটির আপডেট প্রয়োজন ছিল। তো যাই হোক পার্সোনালি আপনাদের কার কি মতবাদ রয়েছে এই স্মার্টফোনটি সম্পর্কে সেটা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads