Ads

OnePlus 11 5G Price, Specs: অপেক্ষার অবসান ঘটিয়ে OnePlus 11 লঞ্চ হয়ে গেল ভারতে। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে এই OnePlus 11 5G ফোনটি টিজ় করছিল কোম্পানি। এই লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজ়ের ফোনটিতে পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর। এর বেস মডেলে রয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। দাবি করা হচ্ছে, এখনও পর্যন্ত বাজারে এমন কোনও এই দামের ফোন আসেনি যাতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। 14 ফেব্রুয়ারি থেকে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।



ওয়ানপ্লাস ১১ মোবাইল ফোনের রিভিউ | OnePlus 11 price in global



পারফরম্যান্স


পারফরম্যান্সের জন্য OnePlus 11 স্মার্টফোনে রয়েছে একটি Snapdragon 8 Gen 2 প্রসেসর। এখনও পর্যন্ত বিশ্বে গুটিকয়েক স্মার্টফোন রয়েছে, যাতে এই কোয়ালকম চিপসেট ব্যবহৃত হয়েছে। 16GB পর্যন্ত RAM সাপোর্ট করে ফোনটি, তার সঙ্গে রয়েছে UFS 4.0 স্টোরেজ।

ডিজ়াইন


OnePlus 11 ফোনের ডিজ়াইন সামান্য আলাদা করা হয়েছে। এক্কেবারে রিয়ার প্যানেল ডিজ়াইন রয়েছে ফোনটিতে। এই ওয়ানপ্লাস স্মার্টফোনের রাউন্ড ক্যামেরা আইল্যান্ডে তিনটি লেন্স রয়েছে। ফোনের লুক আরও প্রিমিয়াম করতে গ্লাস-মেটাল কম্বিনেশন দেওয়া হয়েছে।

ক্যামেরা


তিনটি ক্যামেরা রয়েছে এই ফোনের পিছনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে একটি 48MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 32MP 2X টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

ডিসপ্লে


বেশ বড় একটি 6.7 ইঞ্চির 2K Super Fluid AMOLED ডিসপ্লে রয়েছে OnePlus 11 ফোনে, যা একটি LTPO3 প্যানেল। 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে ফোনটি, Dolby Vision-ও সাপোর্ট করে। 60Hz-120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে এই ডিসপ্লে।

ব্যাটারি


5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে OnePlus 11 ফোনে। 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ফোনটি। অর্থাৎ, খুব দ্রুততার সঙ্গে চার্জ হবে। ফোনের বক্সের সঙ্গে দেওয়া হচ্ছে একটি চার্জিং ব্রিক এবং কম্প্যাটিবল কেবেল।

OnePlus 11 মূল্য 


ইতিমধ্যেই আমাদের অনেকের মধ্যে একটি প্রশ্ন জেগে উঠেছে আর সেটি হল স্মার্টফোনটি ব্যবহার করার জন্য আমাদেরকে কত টাকা খরচ করতে হবে এবং আন্তর্জাতিক মার্কেটে এই স্মার্টফোনটির মূল্য কত রাখা হয়েছে ? স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার দেখে অনেকের মনে ধারণা হতে পারে যে কত টাকার আশেপাশে রয়েছে স্মার্টফোনটির প্রাইস । বাংলাদেশের মার্কেটে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 90,990 টাকা , ইন্ডিয়ান মার্কেট থেকে যদি এই ডিভাইসটি ক্রয় করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 56,999 রুপি । আন্তর্জাতিক মার্কেটে স্মার্টফোনটির মূল্য রয়েছে 699.99$ । স্মার্টফোনটির পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে এবং মার্কেটে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেই মতামতটি জানাতে পারেন কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads