Ads

 ওয়ানপ্লাস কম্পানিটি মার্কেটে নতুন করে এড করেছে OnePlus 9RT।  ওপয়ানপ্লাসে এই নতুন ফোনে থাকবে একটি Qualcomm Snapdragon ৮৮৮ প্রসেসর। এছাড়াও থাকবে ১২০Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। ওয়ানপ্লাস সংস্থার তরফে যে টিজার প্রকাশ করা হয়েছে, সেখানেই এইসব ফিচার নির্দিষ্ট করা হয়েছে। ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস ৯আরটি লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, চলতি বছর অর্থাৎ  সালে সম্ভবত এটাই ওয়ানপ্লাসের লঞ্চ হওয়া শেষ ফোন। উল্লেখ্য, ওয়ানপ্লাস ৯আর ফোনের আপগ্রেডেড ভার্সান ওয়ানপ্লাস ৯আরটি ফোন। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। এর পাশাপাশি ওয়ানপ্লাস ৯আরটি ফোনে রয়েছে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon ৮৮৮ প্রসেসর।



ওয়ানপ্লাস 9RT পাওয়া যাচ্ছে বর্তমান ওয়ানপ্লাস 9RT পাওয়া যাচ্ছে বর্তমান মার্কেটপ্লেস  | OnePlus 9RT price in India


ওয়ানপ্লাস ৯আরটি ফোনের বিভিন্ন ফিচার-

চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo- রিপোর্ট অনুসারে ওয়ানপ্লাস ৯আরটি ফোনে থাকবে Samsung E4 ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকবে LPDDR5 র‍্যাম এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজ। এর পাশাপাশি ওয়ানপ্লাস ৯আরটি ফোনে থাকবে একটি ৪৫০০mAh এবং ৬৫T Warp Charge ফাস্ট চার্জিং সাপোর্ট। এইসব ফিচার যে ওয়ানপ্লাস ৯আরটি ফোনে থাকতে পারে, সেই আভাস আগেই দেওয়া হয়েছিল। তবে এবার নিশ্চিত করা হয়েছে।ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস Samsung E4 AMOLED ডিসপ্লে।এই ফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১১ এবং ওপ্পোর ColorOS – এর সাহায্যে।ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনে রয়েছে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon ৮৮৮ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম।এই ফোনের পিছনের অংশে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার।ওয়ানপ্লাস ৯আরটি ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এছাড়াও রয়েছে ডিয়াল এলইডি ফ্ল্যাশ। ফোনের পিছনের অংশের ক্যামেরায় ৪কে ভিডিয়ো রেকর্ডিং ফিচারও রয়েছে। তার সঙ্গে এই ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেলফি ক্যামেরা।কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.২, জিপিএস/এ-জিপিএস, এনএফসি, টাইপ-সি ইউএসবি পোর্ট। ডলবি অ্যাটমোস স্পিকার যুক্ত ডুয়াল স্টিরিয়ো স্পিকার রয়েছে ওয়ানপ্লাস ৯আরটি ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৫০০mAh ডুয়াল সেল ব্যাটারি। সেখানে রয়েছে ৬৫টি র‍্যাও চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ওজন ১৯৮.৫ গ্রাম।ওয়ানপ্লাস ৯আরটি ফোনে রয়েছে ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ বা এক্সট্রা ভার্চুয়াল রুম ব্যবহার করার সুবিধা থাকছে  ।

OnePlus 9RT দাম 

এই মোবাইলটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 12 জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব 256 জিবি রোম। এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 43,000 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 37,500€ (রুপি) স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads