OnePlus Nord CE 2 Lite ফিচার
6.59 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এই ফোনে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন 695 প্রসেসর রয়েছে। এর সঙ্গে 8 GB পর্যন্ত LPDDR4X র্যাম যুক্ত রয়েছে। ফোনটি ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 12 এবং OxygenOS 12.1- এর সাহায্যে।ফোনটিতে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে, যার মধ্যে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফির জন্য় এতে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে5G, 45 এলটিই, ওয়াই-ফাই 6, 3.5 মিলিমিটার অডিয়ো জ্যাক, ব্লুটুথ ভি 5.2, টাইপ- সি ইউএসবি। ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।ফোনের ডিসপ্লের উপর রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সোনি IMX471 সেনসর। এছাড়া এই ফোনে 128 GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ রয়েছে। এতে একটি 5,000 এমএএইচ ব্যাটারি এবং 33 ওয়াটের সুপার VOOC ওয়্যারড চার্জিং ফিচার রয়েছে। 50 শতাংশ চার্জ হতে মাত্র 30 মিনিট সময় লাগে।
OnePlus Nord CE 2 Lite দাম
তবে এখানে একটি বিষয় হলো এই স্মার্টফোনটি আমরা শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবেই পেয়ে যাব। যেখানে থাকছে 16 GB Ram / 256 GB Rom। তবে এখানে একটি সুবিধা জনক বিষয় আমরা সকলে মিস করব সেটি হল এক্সট্রা ভাবে এই মোবাইল ফোনটিতে কোন মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। তবে আমাদের যাদের 16 GB Ram / 256 GB Rom যথেষ্ট তারা এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন।29,990 টাকা নির্ধারণ করা হয়েছে বর্তমান বাংলাদেশের যেকোনো বাজারে। তবে এই স্মার্টফোনটির প্রাইসটা অফিসিয়াল ভাবেই নির্ধারণ করা হয়েছে। তাই প্রাইস টা আপডাউন করা প্রায় অসম্ভব হতে পারে । 19,999 €ব্যয় করলে আমরা ইন্ডিয়ান যেকোনো মার্কেট থেকে কিনতে সক্ষম হব স্মার্টফোনটি । 526.09$নির্ধারণ করা হয়েছে গ্লোবাল বা বিশ্ব বাজারে। আমার কাছে স্মার্টফোনটি ফিচারটা বেশ পারফেক্টলি লেগেছে তার পাশাপাশি প্রাইজটাও ঠিকই রয়েছে। তবে আপনাদের কাছে কি রকম লেগেছে এবং আপনারা কোন দেশ থেকে এই স্মার্টফোনটি ক্রয় করতে চাচ্ছেন তা আমাদেরকে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন