প্রসঙ্গত OnePlus তাদের এই নয়া অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে শীঘ্রই সেলে বিক্রির জন্য উপলব্ধ করবে বলে মনে হচ্ছে। কারণ আগামী ২৮শে এপ্রিল থেকে ভারতে এর প্রি-অর্ডার লাইভ হবে। এক্ষেত্রে আগ্রহীদের জানিয়ে রাখি, OnePlus Pad -কে সংস্থার অনলাইন ও অফলাইন স্টোর, ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে আগাম বুক এবং কেনা যাবে। চলুন আসন্ন OnePlus ট্যাবলেটের দাম কত রাখা হতে পারে ভারতে তা এবার জেনে নেওয়া যাক…
OnePlus Pad -এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস প্যাড ট্যাবলেটের সামনে ২.৫ডি কার্ভড গ্লাস প্রোটেকশন সহ ১১.৬১-ইঞ্চির ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ২৮০০ x ২০০০ পিক্সেল রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিটস ব্রাইটনেস, ৮৮% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩ দ্বারা চালিত। স্টোরেজ হিসাব এটি ১২ জিবি LPDDR5 র্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 রম অফার করে।অন্যান্য ফিচারের কথা বললে, এই ওয়ানপ্লাস প্যাড বেশ কয়েকটি ‘এক্সক্লুসিভ’ ট্যাবলেট বৈশিষ্ট্য অফার করে, যেমন – OTP যাচাইকরণের জন্য অন্যান্য ওয়ানপ্লাস ডিভাইসের সাথে অটো-কানেকশন, ৫জি সেলুলার শেয়ারিং, উন্নত টেক্সট মেসেজিং এবং ফাইল শেয়ারিং ক্যাপাবিলিটি ইত্যাদি। আবার অডিও বিভাগের ক্ষেত্রে, এতে ডলবি অ্যাটমস অডিও এবং অমনিবিয়ারিং সাউন্ড ফিল্ড প্রযুক্তি সহ কোয়াড স্পিকার সিস্টেম মিলবে।ফটোগ্রাফির জন্য OnePlus Pad ট্যাবে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। তদুপরি নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই ৬ সহ এসেছে ডিভাইসটি। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে দেওয়া হয়েছে ৯,৫১০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি এক মাস স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস। পরিশেষে, প্রিমিয়াম কার্ভড মেটাল ইউনিবডি ডিজাইনের সাথে আসা OnePlus Pad প্রায় ৬.৫৪ মিমি পুরু এবং ওজনে প্রায় ৫৫২ গ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন