Ads

Oppo বাজারে তাদের নতুন ফোল্ডেবল ফোন Oppo Find N2 Flip গ্লোবাল লঞ্চ করেছে। মনে করিয়ে দি যে Oppo Find N2 Flip গত বছর ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল। Oppo Find N2 Flip সহ 120Hz রিফ্রেশ রেট সহ একটি ডায়নামিক ডিসপ্লে রয়েছে। এছাড়া ফোনে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে হ্যাসেলব্লাড ব্র্যান্ডিং সহ একটি 50-মেগাপিক্সেলের এর প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। চাইনিজ মডেলের মতোই Oppo Find N2 Flip এর গ্লোবাল ভ্যারিয়্যান্টটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছে। আরো বাকি ফিচারগুলো নিচে উল্লেখ করা হলো।



অপো ফাইন্ড এন ২ ফ্লিপ মোবাইল ফোনের রিভিউ | Oppo Find n2 price in global




Oppo Find N2 Flip ফিচার

OPPO Find N2 Flip ডিজাইন Find N2 ফ্লিপ দুটি কালার অপশনে আসে যার মধ্যে রয়েছে অ্যাস্ট্রাল ব্ল্যাক এবং মুনলিট পার্পল। OPPO Find N2 Flip এর ওজন 191 গ্রাম এবং ফোনটি পুরো খুললে এটি 7.45mm হয়।
OPPO Find N2 Flip ডিসপ্লে:OPPO Find N2 Flip ফোনে একটি বড় কভার ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি ভার্টিকাল আকারে আসে যা কভার স্ক্রিনে মেসেঞ্জার, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ চালানোর মতো এক্সপেরিয়েন্স দেয়। এছাড়া, OPPO Find N2 Flip ফোনে 6.8-ইঞ্চি E6 AMOLED ডিসপ্লে দেওয়া যা 1600 nits ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।OPPO Find N2 Flip এর ক্যামেরা:N2 Flip ফোনে একটি বড় 50MP Sony IMX890 সেন্সর রয়েছে, এটি ছবির জন্য একটি বড়-অ্যাপারচার f/1.8 লেন্স। সেলফির জন্য ফোনে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Sony IMX709 সেন্সর এবং ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সহ, এতে FlexForm মোড WhatsApp এবং Zoom-এর মতো অ্যাপগুলিতে আরও ভাল ভিডিও কলের অফার করে৷Oppo Find N2 Flip এর ব্যাটারি এবং চার্জিংOppo Find N2 Flip ফোনে 4,300mAh ব্যাটারি অফার করা হচ্ছে যা 44W SUPERVOOCTM চার্জিং সাপোর্ট করে। কোম্পানির অনুযায়ী, এই ফোনটি এক ঘণ্টারও কম সময়ে 0 থেকে 100 পর্যন্ত চার্জ হয় যায়। 23 মিনিটে 50 শতাংশ পর্যন্ত ফোন চার্জ করতে পারে।Oppo Find N2 Flip কানেক্টিভিটি
কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে WiFi 6, Bluetooth 5.3 (aptX HD কোডেক সহ), L5 GPS, NFC এবং USB-C 2.0 পোর্ট। মিশ্রণে একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে।সমস্ত প্রযুক্তিগত খবর, প্রোডাক্ট রিভিউ, বিজ্ঞান-প্রযুক্তি ফিচার এবং প্রযুক্তিগত আপডেটের জন্য, Digit.in-এ যান বা আমাদের Google News পেজে ক্লিক করুন৷

Oppo Find N2 Flip দাম 

আমরা সচরাচর oppo ব্র্যান্ড টিকে মোটামুটি high বাজেটের ভিতরে বর্তমান মার্কেটপ্লেসে একটু বেশি স্মার্ট ফোন লঞ্চ করতে দেখি। আমরা যারা বাংলাদেশ থেকে এই স্মার্টফোনটি ব্যবহার করতে চাই তাদেরকে খরচ করতে হবে 90,000 টাকা। যা মূলত এই মডেলটির অফিসিয়াল প্রাইস। আপনারা যারা এই স্মার্টফোনটি ইন্ডিয়ান থেকে ব্যবহার করতে চান তাদেরকে খরচ করতে হবে 89,999€। আর আমরা যারা এই স্মার্টফোনটি অন্যান্য দেশ থেকে কিংবা ডলারের মাধ্যমে ক্রয় করতে চাই তাদেরকে ব্যয় করতে হবে 1,059$। তবে এটা খুব সহজেই বলা যেতে পারে এই মোবাইল ফোনটি দিয়ে আমরা মোটামুটি ভালো মানের সার্ভিস পেয়ে যাব । তবে আমার কাছে এই স্মার্টফোনটির বিস্তারিত সম্পর্কে আর তার প্রাইজটা মোটামুটি কাছাকাছি বলে মনে হয়েছে। তবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads