Ads

পোকো (Poco) চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে একাধিক নতুন মডেল বাজারে এনেছে। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি জানুয়ারি থেকে এখনও পর্যন্ত পাঁচটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে – Poco C50, Poco C51, Poco C55, Poco X5 5G, এবং Poco X5 Pro 5G৷ আবার আগামী মাসে সংস্থার ফ্ল্যাগশিপ কিলার হিসাবে পরিচিত F-সিরিজে Poco F5 এবং F5 Pro নামে দুটি নয়া মডেল লঞ্চ হবে।লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, Poco F5 Pro ফোনটিকে থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) এবং টিইউভি (TUV) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে F5 Pro-এর উপস্থতি শীঘ্রই লঞ্চের দিকে ইঙ্গিত করছে।


পোকো এফ ফাইভ প্রো মোবাইল ফোনের review | Poco F5 Pro-price in India and specifications


Poco F5 Pro-এর full স্পেসিফিকেশন

Poco F5 Pro-এ ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ-টি যুক্ত থাকবে।ফটোগ্রাফির জন্য, Poco F5 Pro-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। সহায়ক লেন্স হিসেবে এতে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে বলে জানা গেছে।পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F5 Pro সম্ভবত ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। পূর্বসূরির মতো, Poco F5 Pro-ও নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। হ্যান্ডসেটটিতে একটি স্টেরিও স্পিকার সেটআপও থাকতে পারে।

Poco F5 Pro-দাম

বিভিন্ন দেশের পাশাপাশি poco কম্পানিটি এর নতুন এই মডেলটিকে বাংলাদেশের বাজারেও অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে । Vivo আর x সিরিজের মধ্য দিয়ে কোম্পানিটি তাদের গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে হাই বাজেটের ভিতরে এক আভিজাত্য প্রযুক্তিটি।আর এই ডিভাইসটি পারফরমেন্সের তুলনায় স্মার্টফোনের মূল্য কিন্তু বেশি নয় যেখানে আমরা দেখতে পেয়েছি বর্তমান বাংলাদেশ মার্কেট প্লেস এই 32,999 টাকা। আর ইন্ডিয়ার মার্কেটপ্লেইজে 19,499€। আর 400.00$ নির্ধারণ করা হয়েছে বিশ্ব বাজার গুলোতে।এমন পারফরমেন্সে একটি স্মার্টফোন আমরা হাতে পেয়ে যাব তাও আবার মোটামুটি মিডিয়াম বাজেটে , বিষয়টি অনেকটাই অবাক করার মত । মোটামুটি মিডিয়াম বাজেটের ভিতরে একটি ভালো মানের স্মার্টফোন ব্যবহার করার তীব্র আগ্রহ যাদের রয়েছে ইতিমধ্যে তারা কিন্তু অনেকেই এই স্মার্টফোনটি মার্কেটপ্লেস থেকে সংগ্রহ করে নিয়েছে এবং তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি সম্পর্কে ইতিবাচক তথ্য পাওয়া যায় । আপনিও যদি মোটামুটি মিডিয়াম বাজেটে ভিতরে একটি ভালো স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে এই ডিভাইসটি আপনার জন্য মার্কেটের সেরা হতে পারে ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads