Ads

বাজারে আসছে নতুন এবং রিয়েলমি 'এন' সিরিজের প্রথম স্মার্টফোন রিয়েল নারজো এন55 (Realme Narzo N55)। সস্তা দামে ঠাসা ফিচারের জন্য জগৎ বিখ্যাত এই সংস্থা। তার উপর সংস্থার দাবি, এই স্মার্টফোন নেক্সট জেনারেশন ফাস্ট চার্জিং লিডার হতে চলেছে। সাড়া দিনে ঠায় ঠায় চার্জ দেওয়ার অভ্যাস থেকে এবার রেহাই মিলবে।



রিয়েলমি নারজো এন55 এর স্পেসিফিকেশন | Realme Narzo N55 price in global



রিয়েলমি নারজো এন55 এর স্পেসিফিকেশন

মিড-রেঞ্জ সেগমেন্টে আসছে এই স্মার্টফোন। তাই হাই-এন্ড ফিচার্স আশা করা বৃথা। যদিও এই সেগমেন্টেই কিছু বাজার কাঁপানো ফিচার্স ঘোষণা করেছে রিয়েলমি। যার মধ্যে সবচেয়ে বেশি চর্চায় স্মার্টফোনের চার্জিং বৈশিষ্ট্য। এই মডেল শুধু এন সিরিজের সূত্রপাত ঘটাবে না, বাজেট রেঞ্জে প্রথম স্মার্টফোন হিসাবে পাওয়া যাবে 33 ওয়াট সুপারভক চার্জিং।কোম্পানির দাবি, স্মার্টফোন 50% চার্জ করতে সময় লাগবে কেবল 29 মিনিট। ফোনের চার্জিং স্পিড নিয়ে বরাবরই বহু গ্রাহকের একটু অভিযোগ থাকে। যা অনেকটা হলেও এই স্মার্টফোনে মিটবে বলে মনে করা হচ্ছে।চার্জিং বিষয়ে জানা গেলেও, ব্যাটারি ক্যাপাসিটি বা অন্যান্য স্পেসিফিকেশন সংক্রান্ত খুব বেশি তথ্য প্রকাশ করেনি রিয়েলমি। সম্প্রতি সংস্থা জানিয়েছে, তারা ভারতীয় গ্রাহকদের থেকে দারুণ সাড়া পেয়েছে। গোটা দেশে এখন 1 কোটি 23 লাখে গ্রাহক রয়েছে তাদের।সূত্র মোতাবেক, আসন্ন রিয়েলমি নারজো এন55 স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ পেতে চলেছেন ইউজাররা। মিলবে এলইডি ফ্ল্যাশ। কালো এবং নীল এই দুই রঙে পাওয়া যাবে স্মার্টফোন। সামনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন। যা বর্তমানে অধিকাংশ স্মার্টফোনেই পাওয়া যাচ্ছে।স্মার্টফোনে থাকতে পারে অ্যামোলেড অথবা আইপিএস ডিসপ্লে। ফোনের নীচে থাকবে ইউএসবি টাইপ সি চার্জিং এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক।

রিয়েলমি নারজো এন55 এর  দাম

 

স্মার্টফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আমরা সম্পূর্ণ একটি ধারণা পেলাম এবার আমরা জানবো এই স্মার্টফোনটি ব্যবহার করার জন্য আমাদেরকে কত টাকা খরচ করতে হবে । যেহেতু এই স্মার্টফোনটি একটি ফ্লাগশিপ স্মার্টফোন সেহেতো বলা যেতে পারে এখানে আমরা ছোটখাটো বেশ ভালো ফিচার পেয়ে যাবো । স্মার্টফোনটির অফিশিয়াল ভার্সনটি ব্যবহার করার জন্য আপনাকে বাংলাদেশ মার্কেটে 23,000 টাকা গুনতে হবে । ইন্ডিয়ান মার্কেটপ্লেসে ডিভাইসটির মূল্য 12,999 রূপি এবং বর্তমান সময়ে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে 250 ডলার ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads