Redmi Note 12 pro +ফিচার
Redmi Note 12 pro + - এ রয়েছে 6.67 ইঞ্চি AMOLED 120 Hz ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 4 Gen 1 চিপসেট। সঙ্গে পাবেন 6 GB RAM ও 128 GB স্টোরেজ। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 48 MP প্রাইমারি সেন্সর। সঙ্গে পাবেন 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা। সেলফ ও ভিডিয়ো কলের জন্য রয়েছে 13 MP ক্যামেরা। 5,000 mAh ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে 33 W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Andrid 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 13 স্কিন।Redmi Note 12 - এর সঙ্গে Redmi Note 12 Pro 5G-র সিম, সফটওয়্যার ও ডিসপ্লে স্পেসিফিকেশনে কোনও পার্থক্য নেই। এই ফোনে শক্তি জোগাবে MediaTek Dimensity 1080 চিপসেট। সঙ্গে রয়েছে 8 GB RAM + 256 GB স্টোরেজ। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন পাবেন। সঙ্গে 8 MP ওয়াইড ক্যামেরা ও 2 MP ডেপ্ত সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 16 MP ক্যামেরা। 5,000 mAh ব্যাটারির সঙ্গে প্রো ভেরিয়েন্টে 67 W ফাস্ট চার্জিং।AMOLED ডিসপ্লে। সঙ্গে 120 Hz রিফ্রেশ রেট পাবেন। এই ফোনে MediaTek Dimensity 1080 প্রসেসরের সঙ্গে পাবেন 8 GB RAM ও 256 GB স্টোরেজ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 200 MP সেন্সর। সঙ্গে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 16 MP ক্যামেরা। Redmi Note 12 Pro+ 5G - তে রয়েছে 4,980 mAh ব্যাটারি ও 120 W ফাস্ট চার্জিং।
Redmi Note 12 pro +দাম
6 GB RAM + 128 GB স্টোরেজে Redmi Note 12 Pro+ 5G কিনতে খরচ হবে 24,999 টাকা। 8 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোনের দাম 26,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8 GB RAM + 256 GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 27,999 টাকা।তবে অফিসিয়াল ভাবেই রিলিজ করেছে এই মডেলের মোবাইল ফোনটি।আর India আর বাজারে এই মোবাইল ফোনের প্রাইজ নির্ধারণ করা হয়েছে 13,499€।তবে India আর বাজারে এই মোবাইল ফোনের দাম আন অফিসিয়াল ভাবে নির্ধারণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন