Ads

Xiaomi Redmi K50i 6/8GB RAM এবং 128/256GB ROM-এ পাওয়া যাবে। Xiaomi Redmi K50i এর র্তমান বাজার মূল্য মিডিয়াম বাজেটের ভিতরে রয়েছে । Redmi K50i-এ রয়েছে দ্রুত চার্জিং সহ a5080mAh ব্যাটারি। এই ডিভাইসটি Android 12 এর সাথে চলছে এবং এটি MediaTek Dimensity 8100 (5 nm) চিপসেট ব্যাবহার করা হয়েছে। তবে চলুন সকলে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক স্মার্টফোনটির বিস্তারিত সম্পর্কে।



রেডমি কে ৫০ আই চমত্কার একটি মোবাইল ফোন  | Redmi k 50i price in global


নেটওয়ার্ক:

প্রযুক্তি হিসাবে এটিতে GSM / HSPA / LTE / 5G ব্যাবহার করা হয়েছে।

2G ব্যান্ড হিসাবে GSM 850 / 900 / 1800 / 1900 – SIM 1 & SIM 2

3G ব্যান্ড হিসাবে এটিতে HSDPA HSDPA 850 / 900 / 1700(AWS) / 1900 / 2100ব্যাবহার করা হয়েছে

4G ব্যান্ড হিসাবে LTE ব্যাবহার করা হয়েছে

5G ব্যান্ড হিসাবে SA/NSA SA/NSA

ফোনটির স্পিড পাবেন HSPA 42.2/5.76 Mbps, LTE-A (CA), 5G

ডিজাইন ও বডি

মোবাইলটির দৈর্ঘ্য 163.6mm প্রস্থ 74.3mm এবং থিকনেস 6.44 mm। এই ফোনটির ওজন 200 গ্রাম। ফোনটির নিচের দিকে দেয়া হয়েছে 3.5 mm এর অডিও জ্যাক, মাউতস্পিকার (Mic) এবং লাউডস্পিকার।

ডিসপ্লে:

ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চি IPS LC capacitive টাচস্ক্রিন সমৃদ্ধ 16M color সাপোর্টেড নচ যুক্ত ডিসপ্লে। ডিসপ্লেটির 407 এর পিপিআই সহ 1080 x 2460পিক্সেলের রেজোলিউশন এইচডি প্লাস ডিসপ্লে।Protection : Corning Gorilla Glass 5Features : 144Hz, HDR10, Dolby Vision, 650 nits (typ)

প্ল্যাটফর্ম

ফোনে অ্যান্ড্রয়েড 12 কে অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হয়েছে । এতে নিজস্ব MIUI 13 ব্যাবহার হয়েছে। চিপসেট থাকছে MediaTek Dimensity 8100 (5 nm) এর সি পি ইউ Octa-core (4×2.85 GHz Cortex-A78 & 4×2.0 GHz Cortex-A55) ব্যাবহার করা হয়েছে। এবং জিপিউ Mali-G610 MC6 ব্যাবহার করা হয়েছে 

র‌্যাম এবং রম:

 (Xiaomi Redmi K50i) কোম্পানি ( 6 জিবি / 128 জিবি ) এবং ( 8 জিবি / 256 জিবি ) -র ২ টি ভেরিয়েন্টে ফোনটি চালু করেছে।

ক্যামেরা:

ফোনের পিছনে 3 ক্যামেরা সেটআপ রয়েছে যার মেইন ক্যামেরা হিসেবে 64 এমপি এপাচার + 8 এমপি ডেপ্ত সেন্সর যুক্ত ক্যামেরা রয়েছে যা আপনি সুন্দর মানের ছবি তুলতে পারবেন এবং সর্বোচ্চ 4K@30fps, 1080p@30/60/120fps, ভিডিও রেকর্ড করতে পারবেন।

সাউন্ড

এখানে vibration, mp3, WAV ringtone পাবেন। এর সাথে সবার পছন্দের ইয়ারফোন জ্যাক থাকছে

সংযোগ

আপনি এই ফোনটিতে Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax, dual-band, Wi-Fi Direct, DLNA, hotspots

Bluetooth : 5.3, A2DP, LE

GPS : Yes, with A-GPS. Up to dual-band: GLONASS (1), BDS (2), GALILEO (1), QZSS (1)

USB : USB Type-C 2.0, USB On-The-Go এগুলো পেয়ে যাবেন 

ব্যাটারি:

মোবাইলটিতে নন-রিমুভয়্যবল লিথিয়াম পলিমার এর 5080 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটি পুরো 67W দ্রুত চার্জিং সাপোর্টে।

Xiaomi Redmi K50i প্রাইস

Redme কোম্পানি তাদের গ্রাহকদেরকে এই মডেলের মধ্য দিয়ে শুধুমাত্র একটি স্টোরেজ অফার করছে যেখানে আমরা দেখতে পেয়েছি 8 GB Rom এবং 256 GB Rom তবে এইখানে আমরা বেশি বা এক্সট্রা কোন মেমোরি কার্ড ব্যবহার করতে পারব না। বর্তমান বাংলাদেশের যে কোন বাজারে এই মডেলের মোবাইল ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 29,000 টাকা।আর 23,499€নির্ধারণ করেছে বর্তমান ইন্ডিয়ার যে কোন বাজারে। আর বিশ্ব বাজার থেকে এই মডেলের ফোনটি ক্রয় করতে হলে আমাদের ব্যয় করতে হবে 280$। তবে এই মোবাইল ফোনের ফিচার পারফরম্যান্সের ধারণা পেয়ে এটা খুব সহজেই আমি বলতে পারতেছি যে মোবাইল ফোন টির ফিচারগুলো অনুযায়ী প্রাইস বেশ কমই রয়েছে । তবে যেহেতু Redme কোম্পানি এই মোবাইল ফোনের প্রাইস টা আনঅফিসিয়াল ভাবে নির্ধারণ করেছে আন্তর্জাতিক মার্কেটে সুতরাং প্রাইসটা একটু আপ ডাউন হতে পারে বর্তমান মার্কেট গুলোর মধ্যে। তবে যখন কমবে তখনই আমরা ক্রয় করার চেষ্টা করব। তবে কারা কারা এই মোবাইল ফোনটি ব্যবহার করতে আগ্রহি হয়েছে এবং কোন দেশ থেকে ব্যবহার করতে চাচ্ছেন তা অবশ্যই আমাদেরকে আপনার একটি সুন্দর আঙ্গুলের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দিবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads