আরামদায়ক ভাবে যাতায়াত করতে সুজুকি জিক্সার এস এফ বাইকের তুলনা হয় না। যে কোন ধরনের যাতায়াত করে এই বাইকটি থেকে আমি অনেক ভাল অনুভূতি পাই। এই বাইকটি আমি দেড় বছর যাবত ব্যবহার করছি। তেমন একটা সমস্যা ছাড়াই আমি এযাবৎ প্রায় ১০,০০০ কিমি পাড়ি দিয়েছি । এই বাইকটির আউটলুক খুবই সুন্দর। বাইকটি চালালে পাশ থেকে আমাকে দেখলে সবাই এক নজরে চেয়ে থাকে। বাইকটির বডির প্লাস্টিক গুলো বেশ মজবুত ও টেকসই। এর বিল্ড কোয়ালিটিও অনেক মজবুত। ব্ল্যাক ও হোয়াইট রংটা আমার খুব পছন্দের। এর তেলের ট্যাংকারটা বেশ বড় । বাইকটির গিয়ারের সিস্টেম প্রথমের দিকে আমাকে একটু ঝামেলার মনে হত। কিন্তু এখন মনে হয় এর গিয়ার পরিবর্তন বা নিউট্রল করার সিস্টেমটা অনেক ভাল। বাইকটির সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন খুবই ভাল। দীর্ঘ যাতায়াতের ক্ষেত্রে আমি অনেক আরাম অনুভব করি। এছাড়া এই বাইকের সাসপেনশন গুলো অনেক ভাল কাজ করে। খারাপ রাস্তাতে চালালেও তেমন ঝাঁকুনি লাগে না। বাইকটির সেল্ফ এখনো চমৎকার কাজ করে। এর লুকিং গ্লাসের সিস্টেমটা আমার ভাল লাগে। এটি হ্যান্ডেলবারের সাথে যুক্ত নয় ; হেড ল্যাম্পের উপরের অংশের সাথে যুক্ত রয়েছে। আমি হাই স্পীডে ১০১ গতিতে তুলেছি। এমন গতিতে কোন সমস্যা বুঝতে পারিনি। তবে বাইকটির চেন সেট অন্যান্য বাইকের তুলনায় খুব দ্রুত লুজ হয়ে যায়। এর হেড ল্যাম্পে অনেক আলো হয় এবং এর সুইচ গুলো ব্যবহারে আমার কোন সমস্যা হয় না। এই বাইকটি থেকে প্রথমের দিকে ভাল মাইলেজ পেলেও বর্তমানে কিন্তু তেমন ভাল মাইলেজ পাচ্ছি না। Digital Bangla reviews এর মাধ্যমে।
সুজুকি জিক্সার এসএফ ফিচার
এই বাইকটি পছন্দের একমাত্র কারণ হচ্ছে এর আউটলুক খুবই সুন্দর। এর সকল গ্রাফিক্যাল ডিজাইন গুলো চোখ ধাঁধানোর মত। এগুলো দেখতে খুবই সুন্দর। এছাড়া এর ফিচারস গুলোও নতুন।মাইলেজ সিটিতে ২৫ কিমি: অতিক্রম করতে পারে প্রতি এক ঘণ্টায় । আরমা ইলেজ হাইওয়েতে ৩৫ কিমি: অতিক্রম করতে পারে প্রতি ঘন্টায়।এখন বাইকটির ইঞ্জিন সম্পর্কে যা বলবো, এটি অনেক শক্তিশালী। এক সাথে বসে চালালেও এর শক্তির কমতি বোঝা যায় না। এই ইঞ্জিনের শব্দটাও চমৎকার। এখন পর্যন্ত আমি এর ইঞ্জিনে কোন সমস্যা পাইনি। এছাড়া বাইকটির ব্রেকিং সিস্টেমটা খুব ভাল। এর সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে । এগুলো বাইক কন্ট্রোল করতে খুব ভাল কাজ করে। বাইকটির চাকা দুটো বেশ মোটা এবং এর চাকার গ্রিপ গুলো দেখতে খুব সুন্দর। সেজন্য কড়া ব্রেক করলেও বাইকটি তেমন স্লিপ করে না। বাইকটির সকল পারফরমেন্স বিবেচনা করে বলবো, এই বাইকের দামটা আর একটু কম হওয়া প্রয়োজন । পরিশেষে একটি কথাই বলবো, সুজুকি জিক্সার এস এফ বাইকটি একটি আরামদায়ক বাহন। দীর্ঘ এবং দ্রুত যাতায়াতে এই বাইকের তুলনা হয় না। সবাইকে ধন্যবাদ।
আরো পড়ুন: অনলাইন থেকে প্রতি মাসে ৪০ তে ৫০ হাজার টাকা ফ্রিতে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করে দেখুন
একটি মন্তব্য পোস্ট করুন