Ads

TVS কোম্পানির মোটর বাইকের জনপ্রিয়তা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে । যুগের পর যুগ ধরে বাংলাদেশ ইন্ডিয়া সহ অন্যান্য দেশের ভিতরে  বাইকারদের ভালো পারফরমেন্সের প্রতিদান দিয়ে যাচ্ছে TVS কোম্পানির দৃষ্টিনন্দন মোটর বাইকগুলো । রেসিং লাভারদের জন্য এবার TVS নিয়ে এসেছে TVS Apache RTR 160 4V dual disc মোটর বাইকটি ।তিনটি কালার ভ্যারিয়াণ্টে পাওয়া যাবে এই বাইকটি । RR Red, Racing Blue, Racing Black এই তিনটি কালার ভ্যারিয়াণ্টের মধ্যে থেকে বেছে নিন আপনার পছন্দের বাইকটি । TVS Apache RTR এর সর্বশেষ সংস্করণ এই বাইকটি । ১৬.৫ ps @.৮000 rpm এর সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ১৪.৮@৬৫০০ rpm এর সর্বোচ্চ টর্ক পাবেন এই দুর্দান্ত বাইকটিতে । আকর্ষণীয় রং , বডি ডিজাইনের এই বাইকটি গতিপ্রেমিদের কথা মাথায় রেখে তৈরি ।অনায়াসে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারবেন এই বাইকে । এই বাইকটি কেনার আগে যেসব বিষয়গুলো জানা জরুরি যেমন এর ফিচার, স্পেসিফিকেশন , মূল্য, মাইলেজ কিংবা ইঞ্জিন সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের এই রিভিউটি । এই বাইক সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর জেনে নিন আমাদের এই আর্টিকেলের মাধ্যমে।


টিভিএস  অ্যাপাচি আরটিআর  মোটরসাইকেলের বিস্তারিত | TVS Apache RTR   price in India


TVS Apache RTR (বডি ডিজাইন)

টিভিএস সবসময় চেষ্টা করে আকর্ষণীয় ডিজাইন এর মোটর বাইক বাইকারদের উপহার দিতে । । ১৬০ সিসি সেগমেন্টের এবং মাত্র ১৪৫ কেজি ওজনের এই বাইকটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম করা হয়নি । নিয়ন্ত্রণের কথা আসলে এই বাইকের মত কন্ট্রোল সিস্টেম খুব কমই পাওয়া যাবে । একই সাথে মাস্কুলার এবং স্পোর্টি লুকের একটি কম্বিনেশন দেয়ার চেষ্টা করা হয়েছে এই বাইকটিতে । এই বাইকটির দৈর্ঘ্য ২০৫০ মিলি মিটার , প্রস্থ ৭৯০ মিলি মিটার এবং উচ্চতা ১০৫০ মিলি। এর ফ্রন্টে পাচ্ছেন আকর্ষণীয় হেডলাইট যা রাতের বেলায় আপনার ভ্রমণকে রাখবে নিরাপদ । বাইকটির সামনের হেডলাইটে থাকছে AHO 12V,35/35W HS1 বাল্ব এবং সাথে অল টাইম অন এল ই ডি পজিশন ল্যাম্প। তাছাড়া ব্যাক লাইটে পাচ্ছেন এল ই ডি লাইট  

 TVS Apache RTR (ইঞ্জিন)

TVS Apache RTR 160 4V বাইকটি একটি শক্তিশালী ৪ স্ট্রোক অয়েল কুলড ১৫৯.৭ সিসির বাইক যার সর্বোচ্চ ক্ষমতা ১৬.৫ পিএস @৮০০০ আরপিএম পাওয়ার এবং ১৪.8 এনএম @৬৫০০ আরপিএম পর্যন্ত টর্ক সমৃদ্ধ ১৫৯.৭ একটি শক্তিশালী ৪ স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন। ইলেকট্রিক এবং কিক স্টারটার দুই সুবিধাই থাকছে এই বাইকটিতে ।ওয়েট মাল্টি- প্লেট ক্লাচ সিস্টেম থাকার কারণে এই বাইকের যা নিয়ন্ত্রণ করা সহজ এবং যথেষ্ট স্মুথ। গিয়ারবক্সে আছে ৫ গিয়ার । শহরের রাস্তায় চলাচলের ক্ষেত্রে এই বাইকের গড় মাইলেজ ৩৫ কিলোমিটার প্রতি লিটারে অন্যদিকে হাইওয়েতে চলাচলের ক্ষেত্রে এর গড় মাইলেজ পাওয়া যাবে ৪০ কিলোমিটার । মাইলেজের হিসাবে যদিও অন্যান্য গাড়ির তুলনায় একটু কম পাওয়া যাবে কিন্তু গতি কিংবা পারফর্মেন্সের কথা চিন্তা করলে মাইলেজ খুব একটা খারাপও নয় । এই বাইকটি বিশেষ করে গতিপ্রেমিদের জন্য তৈরি । এতে ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় টপ স্পিড তোলা যাবে । বাইকটির ইঞ্জিন অয়েল কুলড হওয়ায় অতিরিক্ত গতিতে চললেও ইঞ্জিন গরম হয়ে যায় না । রেসিং লাভারদের জন্য এই বাইকটি হতে পারে ফার্স্ট চয়েস ।

TVS Apache RTR( ব্রেক ও টায়ার)

টি ভি এস সবসময় চালকদের নিরাপত্তার কথা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় রাখে । ২৭০ মিলিমিটার এর ডায়া পেটাল ডিস্ক যুক্ত আছে এর সামনের চাকায় এবং পেছনের চাকায় যুক্ত আছে ২০০ মিলিমিটার এর ডায়া পেটাল ডিস্ক । তাছাড়া, TVS Apache RTR 160 4 V dual disc-এর সামনের চাকায় থাকছে 90/90-17 Tubeless টায়ার এবং পিছনে 130/70-17 (DD) Tubeless টায়ার। পুরু টায়ার থাকার কারণে বাইকাররা বাঁক নিতে পারবেন স্বচ্ছন্দে । তীক্ষ্ণ বাঁকেও গতি অপরিবর্তিত রেখে সহজে চালাতে পারবেন এই বাইকটি ।

 TVS Apache RTR( সাসপেনশন)

বাইকটিতে Telescopic সাসপেনশন ব্যবহার করা হয়েছে ফ্রন্ট সাসপেনশনে এবং রিয়ার সাসপেনশনে আছে Mono Shock সাসপেনশন। উঁচু নিচু কিংবা এবড়ো থেবড়ো রাস্তায় ২ সিটের এই বাইকটি নিয়ে নিশ্চিন্তে চলাফেরা করা যাবে । ঝাকিমুক্ত রাইডের জন্য এই বাইকটি সেরা । 

TVS Apache RTR  কাদের জন্য ভালো? 

যারা কম বাজেটের মধ্যে একটি স্পোর্টি কাম মাস্কুলার লুকের বাইক কিনতে চাইছেন তাদের কথা মাথায় রেখে TVS Apache RTR 160 4V বাইকটি তৈরি করা। অত্যাধুনিক ব্রেক সিস্টেম, সাসপেনশন, ইঞ্জিনের ক্ষমতা , দুর্দান্ত টর্ক এর এই বাইকটির বোল্ড লুক যেমন আকর্ষণীয় তেমনি পারফর্মেন্সের ব্যাপারেও বিন্দুমাত্র ছাড় দেয়া হয়নি এই বাইকে । দৈনন্দিন ব্যবহার এবং বিশেষত হাইওয়ে ড্রাইভের জন্য এই ধরণের পাওয়ারফুল ইঞ্জিন এরকম সাশ্রয়ী মূল্যে পাওয়া কষ্টকর । কাস্টমারদের পছন্দের শীর্ষে থাকা টি ভি এস ব্র্যান্ড এর এই বাইকটির ইঞ্জিন এর সক্ষমতা বিবেচনায় রেস লাভারদের জন্য বিশেষ করে তরুণ ক্রেতাদের জন্য হতে পারে এক বিশেষ আকর্ষণ।

TVS Apache RTR এর বর্তমান দাম

বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই এর মূল্য নির্ধারণ করেছে TVS মোটর বাইক কোম্পানি । TVS Apache RTR 160 4 V Dual Disc বাইকটি একটি আকর্ষণীয় স্পোর্টি লুকিং বাইক । বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই অফিশিয়াল ডিস্ট্রিবিউটরদের কাছে পাওয়া যাবে TVS Apache RTR 160 4 V Dual Disc তাছাড়া সরাসরি Bikroy.com এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও লুফে নিতে পারেন এই বাইকটি । TVS Apache RTR 160 4 V Dual Disc মোটরসাইকেলটির সম্ভাব্য মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৮৬,৯০০ টাকা। আর ইন্ডিয়ান মার্কেটে বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,25,970।   মধ্যবিত্ত কিংবা মোটামুটি উচ্চবিত্তের মানুষের জন্য এই বাইকটিতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকছে । এই বাইকটি গড় মাইলেজ এবং মেইনটেন্যান্স মোটামুটি লো কস্ট এর কথা চিন্তা করলে শহরে কিংবা হাইয়েতে চলাচলের জন্য এই বাইকটির জুড়ি মেলা ভাল। 

তবে মনে রাখবেন বাইক চালানোর সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ একটি দুর্ঘটনায় হতে পারে সারা জীবনের কান্না।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads