TVS একটি ভারতীয় মোটরসাইকেল নির্মাতা কোম্পানি। এটি ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। মূলত কমিউটার টাইপ বাইকের জন্য এই ব্র্যান্ড বিখ্যাত হয়েছে। এই উপমহাদেশে জনপ্রিয় আরো কিছু মোটরসাইকেল ব্র্যান্ড রয়েছে, তবে টিভিএস ব্রান্ডের বাইকের উন্নত কনফিগারেশনের সাথে রিজনেবল দামের কারণে এটি ভালোভাবেই বাজার ধরে রাখতে পেরেছে। এই ব্রান্ডের বাইকের লং-লাস্টিং পারফরম্যান্স, ডিসেন্ট ডিজাইন, সার্ভিসিং কোয়ালিটির কারণে এটি অল্প সময়ের মধ্যে বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশের বাজারে টিভিএস ব্রান্ডের বিভিন্ন ক্যাটাগরির প্রচুর মোটরসাইকেল পাওয়া যাচ্ছে; যেগুলোর মধ্যে TVS Phoenix 125 মোটর বাইকের মডেল । এই রিভিউ TVS Phoenix – নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো ডিজিটাল বাংলা রিভিউস এর মাধ্যমে।
TVS Phoenix ফিচার
TVS Phoenix একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির কমিউটার বাইক। স্পোর্টস বাইকের কিছু ফিচারস আপনি এই বাইকে পাবেন। যেমন, মাস্কুলার লুক, পাওয়ারফুল ইঞ্জিন, ভালো গতি, ডিজিটাল ফিচারস ইত্যাদি। ওভারঅল এটি আপনাকে কমিউটার-স্পোর্টস ভাইপ দেবে। বাইকারদের রিভিউ অনুযায়ী রেগুলার ব্যবহারের জন্য, বাইকটি যথেষ্ট উপযোগী। রেগুলার ব্যবহারে এই বাইকের ডিউরাবিলিটি এবং ইঞ্জিন পারফরম্যান্স নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই ব্লগে টিভিএস ফিনিক্স ফিচার নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।টিভিএস ফিনিক্স বাইকে এয়ার কুলিং সিস্টেম সহ ১২৪.৫ সিসি ডিসপ্লেসমেন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন সর্বোচ্চ ১১ বিএইচপি @ ৭৫০০ আরপিএম পাওয়ার প্রডিউস করতে পারে এবং ১০.৮ এনএম @ ৫৫০০ আরপিএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটি ৪-স্পিড গিয়ারবক্স নিয়ে গঠিত। এটি কোনো পিলিয়ন ছাড়াই ১০০ কিমি এর বেশি গতি তুলতে পারে।এই বাইকের কনসোল প্যানেল বেশ আধুনিক। এটিতে ডিজিটাল স্পিডোমিটার, ফুয়েল গেজ এবং সার্ভিস রিমাইন্ডার সহ আরো প্রয়োজনীয় সব ফিচারস রয়েছে। ইলেকট্রিক প্যানেলের রাইডার ইন্টারফেস যথেষ্ট ভালো। হেডলাইট এবং টেইল লাইট ডিজাইন ইউনিক এবং এট্রাক্টিভ। এটিতে সামনে টেলিস্কোপিক কয়েল স্প্রিং সাসপেনশন সহ একটি টিউবুলার ফ্রেম চ্যাসিস এবং পেছনে সিরিজ স্প্রিংস সহ টুইন ফাইভ-স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক রয়েছে। এটির জ্বালানী ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ১২ লিটার, ফুয়েল রিজার্ভ ২ লিটার সহ।ফিনিক্স পাঁচটি কালার কম্বিনেশনে পাওয়া যায় – আলাস্কান সবুজ, মরোক্কান লাল, বেলজিয়ান কালো লাল, হেলসিঙ্কি কালো সিলভার, অক্সফোর্ড গ্রে। এই ব্লগে আপনি টিভিএস ফিনিক্স দাম নিয়েও বিস্তারিত ধারণা পাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন