Ads

সম্পূর্ণ নতুন সেগমেন্টের গ্রাহকের জন্য সম্প্রতি বাজারে এসেছে TVS Ronin 225। Ronin শব্দের অর্থ এমন একজন সামুরাই যিনি একজন শিক্ষক নন আবার ভগবানও নন। গোয়ার রাস্তায় বৃষ্টির মধ্যেই নতুন এই মোটরসাইকেল চালানোর সুযোগ হয়েছিল। প্রায় 80 km Ronin 225 সম্পর্কে কী উপলব্ধি হল? ডিজাইন, ইঞ্জিন ও পারফরম্যান্সের নিরিখে কোথায় দাঁড়িয়ে এই বাইক? যেনে নেন ডিজিটাল বাংলা রিভিউস এর মাধ্যমে।


টিভিএস রনিন af প্রিমিয়াম মটরসাইকেলের রিভিউ | TVS Ronin full specifications in reviews




TVS Ronin af ফুল ফিচার 

এটাই TVS-এর প্রথম ক্রুজার/স্ক্র্যাম্বলার বাইক। মর্ডান রেট্রো ডিজাইনের এই বাইকের সামনে থাকছে LED লাইট। T শেপের DRL এই বাইককে সামনে থেকে অনন্য লুক দিয়েছে। 41 mm Showa আপসাইড ডাউন ফর্ক এই বাইকে প্রিমিয়াম লুক দিয়েছে। থাকছে 17 ইঞ্চি অ্যালয় হুইল। থাকছে 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। এই বাইকে ফ্ল্যাট সিট রেট্রো লুক দিয়েছে। থাকছে চওড়া হ্যান্ডেলবার। এছাড়াও এই বাইকে সিঙ্গেল পড ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার হয়েছে।ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে একগুচ্ছ ফিচার থাকছে। স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল গেজ ছাড়াও আর কত দূরত্ব গেমে বাইকের পেট্রল শেষ হবে তা জানা যাবে। দেখে নেওয়া যাবে কোন গিয়ারে চলছে। এছাড়াও সার্ভিসের সময় এলে জানান দেবে এই ডিজিটাল ক্লাস্টার। এছাড়াও কোম্পানির SmartConnect সিস্টেমের মাধ্যমে Bluetooth কানেক্টিভিটি ব্যবহার করা যাবে। Bluetooth হেডসেটের মাধ্যমে ভয়েস অ্যাসিস্টের সুবিধা মিলবে। এছাড়াও টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, ইনকামিং কল ও SMS অ্যালার্ট পাওয়া যাবে এই ডিসপ্লেতে।এই বাইকে খুব ভালো মানের সুইচ ব্যবহার করেছে TVS। LED টার্ন ইন্ডিকেটর আমাদের BMW G 310 সিরিজের কথা মনে করিয়েছে। Ronin-এর টেল লাইটের ডিজাইনও আমাদের পছন্দ হয়েছে। TVS -এর অন্যান্য বাইকের মতোই এই মডেলেও খুব ভালো বিল্ড কোয়ালিটি থাকছে।Ronin-এ থাকছে 225 cc 4 স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিনে সাইলেন্ট স্টার্ট ফিচার দিয়েছে TVS। নতুন ইঞ্জিনে 7,750 rpm-এ 20.1 bhp শক্তি ও 3,750 rpm-এ 19.9 Nm টর্ক পাওয়াব যাবে। রয়েছে স্লিপার ক্লাচ ও 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।গাড়ির ব্যালেন্স বোঝার জন্য এই বাইক অফরোডিংয়ে নিয়ে গেলে বুঝতে পারি যে ব্লক প্যাটার্ন টায়ারে ভালো গ্রিপ পাওয়া যাবে না। যদিও সেই সময় বৃষ্টি হচ্ছিল। রাস্তায় কাদা ও জল জমে ছিল। এই বাইকে অফরোডিংয়ে সমস্যা হয়েছে। তবে লো টর্ক, সাসপেনশন সেট আপ, টায়ারে গ্রিপের কারণে অফ রোডিংয়ের সময়ও আত্মবিশ্বাসের অভাব হবে না। হাই এন্ড টর্কে এই বাইকে ভালো দুর্দান্ত গতিতে এই বাইক চালানো যাবে। এছাড়াও মিড রেঞ্জে 4,000-5,000 rpm-এ সারাদিন 80-90 kmph বেগে এই মোটরসাইকেল চালানো যাবে। এই বাইকের সর্বোচ্চ গতি 120 km প্রতি ঘণ্টা। কিন্তু আপনার ওজন 65 kg-র কম হলে খুব সহজেই 125 km প্রতি ঘণ্টা বেগে এই বাইক চালানো যাবে। আর্বান ও রেইন মোডে এই বাইক চালানো যাবে। তবে আমরা বেশিরভাগ সময় রেইন মোডে চালিয়েছি। হাই গিয়ারে কম গতিতে চালাতেও কোন সমস্যা হবে না।

TVS Ronin af  দাম

বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই এর মূল্য নির্ধারণ করেছে TVS মোটর বাইক কোম্পানি । TVS ronin Dual Disc বাইকটি একটি আকর্ষণীয় স্পোর্টি লুকিং বাইক । বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই অফিশিয়াল ডিস্ট্রিবিউটরদের কাছে পাওয়া যাবে TVS ronin তাছাড়া সরাসরি Bikroy.com এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও লুফে নিতে পারেন এই বাইকটি । TVS ronin মোটরসাইকেলটির সম্ভাব্য মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৮৬,৯০০ টাকা। আর ইন্ডিয়ান মার্কেটে বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,25,970€। মধ্যবিত্ত কিংবা মোটামুটি উচ্চবিত্তের মানুষের জন্য এই বাইকটিতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকছে । এই বাইকটি গড় মাইলেজ এবং মেইনটেন্যান্স মোটামুটি লো কস্ট এর কথা চিন্তা করলে শহরে কিংবা হাইয়েতে চলাচলের জন্য এই বাইকটির জুড়ি মেলা ভাল। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads