Ads

টিভিএস  উপমহাদেশের অন্যতম স্বীকৃত মোটরসাইকেল কোম্পানিগুলোর মধ্যে একটি অন্যতম ভালো কম্পানি । বাংলাদেশ ও ভারত দুই দেশেই টিভিএস-এর জনপ্রিয়তা বলাই বাহুল্য। বাজাজের পর জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে বড় এই বাইক কোম্পানি বাংলাদেশের মোটরসাইকেল বাজারের প্রায় ১৮% শেয়ার দখল করে রয়েছে। গ্রাহকদের চাহিদার উপর নির্ভর করে কিছুদিন পরপরই নতুন ও অভিনব বাইক মডেল নিয়ে আসে তারা। সম্পূর্ণ নতুন টিভিএস রেইডার রিভিউ বাইকটি গ্রাহকদের পছন্দের একটা মডেল হয়ে উঠেছে; কারণ একজন রাইডার যতরকম ফিচার আর পাওয়ারের চাহিদা অনুভব করেন, তার প্রায় সবটাই এই বাইকে এনেছে টিভিএস।১২৫ সিসি সেগমেন্টের মোটরসাইকেল টিভিএস রেইডার একটি কমিউটার শ্রেণীর বাইক। রাইডিং মোড, সেরা পারফর্ম্যান্স, উন্নত প্রযুক্তির হাই-টেক ফিচার সহ সম্পূর্ণ ডিজিটাল কনসোল এবং ১২৫ সিসি সেগমেন্টের বিচারে চমৎকার স্পোর্টি স্টাইলের সমন্বয় পাবেন TVS Raider 125 রিভিউ বাইকটিতে। আপনি যদি ভালো মাইলেজসহ একটা শক্তিশালী আর স্টাইলিশ বাইক সাশ্রয়ী দামের মধ্যে খুঁজে থাকেন, তাহলে টিভিএস রেইডার ১২৫-ই হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। আর তাই আজ আমরা জানবো এই সাড়া জাগানো বাইকটির বিভিন্ন আকর্ষনীয় ফিচার ও দাম সম্পর্কে ডিজিটাল বাংলা রিভিউ এর মাধ্যমে বিস্তারিত ।


টিভিএস রেইডার অসাধারণ একটি মোটর বাইক চলে এল আমাদের মাঝে | TVs rider price in India


 টিভিএস রেইডার ফুল ফিচার

অভিনব নতুন রেইডার দামের সাপেক্ষে বেশ অ্যাগ্রেসিভ এবং অনন্য ডিজাইনের হেডলাইট এবং মনোগ্রামের মধ্যে তাদের সিগনেচার ডিজাইনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। রেইডার ফিচার হিসেবে এতে রয়েছে একটি.১০ লিটার ধারণক্ষমতা বিশিষ্ট বলিষ্ঠ গড়নের চৌকষ ট্যাংক, যা ৪টি আকর্ষনীয় কালার অপশনে ও সুন্দর টেক্সচারে পাওয়া যায়। রেইডারের সিটটি স্প্লিট ডিজাইন এবং প্রিমিয়াম রেজিন ফিনিশ দেয়া।এছাড়াও রেইডার ১২৫ বাইকের হেডলাইটটি শক্তিশালী এলইডি দিয়ে তৈরি এবং অনন্য ডিজাইনের; আর তাদের সিগনেচার স্টাইলের এলইডি টেইল-লাইট বাইকটিকে অন্যরকম লুক এনে দেয়। বাইকটির স্টাইলিশ বডি কালারের ইঞ্জিন গার্ডও দেখতে দারুণ।নতুন রেইডার ১২৫ বাইকটিতে দেয়া হয়েছে একটি শক্তিশালী ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ৪ স্ট্রোক ফুয়েল ইনজেকশন এয়ার-অয়েল কুলিং স্পার্ক ইগনিশন ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ১২.৭ বিএইচপি @৮০০০ আরপিএম সর্বোচ্চ পাওয়ার এবং ১১.৫ এনএম @৬৫০০ আরপিএম সর্বোচ্চ টর্ক পাওয়া যায়।১২৪.৮ সিসি ডিসপ্লেসমেন্টের এই মোটরসাইকেলটির এক্সিলারেশনের হারও যথেষ্ট ভালো। মাত্র ৫.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি প্রতি ঘন্টা গতি তুলতে সক্ষম এই বাইকটির সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে প্রতি ঘন্টায় ১১০ কিমি।রেইডার ১২৫ বাইকের ৭৯০ মিমি সিট হাইটের স্প্লিট সিটটি লং ট্যুরে বাইক রাইড করার সময় আপনাকে দেবে সর্বোচ্চ আরাম ও স্বাচ্ছন্দ্য। টিভিএস রেইডার ফিচারের মধ্যে এর উচ্চতা ১০২৮ মিমি, দৈর্ঘ্য ২০৮০ মিমি এবং প্রস্থ ৭৬৭ মিমি।TVS Raider 125 রিভিউ বাইকটির অ্যালয় চাকাগুলো এর আউটলুকের উপর দারুণ প্রভাব বিস্তার করেছে। কমিউটার টাইপের এই বাইকটির সামনের চাকা ৮০/১০০ -১৭ সেকশনের এবং পেছনের চাকা ১০০/৯০ -১৭ সেকশনের। উঁচুনিচু রাস্তায় বাইক চালানোর সুবিধার্থে বাইকটির নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে ১৮০ মিমি।

টিভিএস রেইডার দাম

এই মোটরবাইক টি আপনারা বর্তমান মার্কেট পেজের ভিতরে অফিসিয়াল ভাবেই পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলে যায় এই মোটর বাইকটির আকর্ষণীয় প্রাইসের দিকে। যেখানে বর্তমান বাংলাদেশ মার্কেট পেজের ভিতরে আমরা দেখতে পেয়েছি মোটরসাইকেল টির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,64,990 টাকা।আর 94,319€রুপি নির্ধারণ করা হয়েছে বর্তমান ইন্ডিয়ার মার্কেটপ্লেস গুলোর ভিতরে।

তবে বন্ধুরা আপনারা যে কোম্পানির বাইক চালায় না কেন সব সময় মাথায় রাখতে হবে যে সাবধানতা অবলম্বন করে বাইক চালাবেন কারণ একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads