Ads

Vivo T2x ফোনটি চুপিসাড়ে লঞ্চ করে গেল। সংস্থার T Series লাইনআপে এই লেটেস্ট Vivo স্মার্টফোনটি যোগ করা হয়েছে। ফোনটির উল্লেখযোগ্য ফিচার্স ও স্পেসিফিকেশনসের মধ্যে রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী MediaTek Dimensity 1300 প্রসেসর। রয়েছে একটি পাওয়ারফুল 6,000mAh ব্যাটারিও। চমৎকার একটি ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 144Hz। ভিভোর এই লেটেস্ট স্মার্টফোনের দাম-সহ ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।


ভিভো টি ২ এক্স মোবাইল ফোনের স্পেসিফিকেশনস, ফিচার্স | Vivo T2x price in India


Vivo T2x স্পেসিফিকেশনস, ফিচার্স

ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটি Android ভিত্তিক OriginOS-এর দ্বারা চালিত হবে। রয়েছে একটি 6.58 ইঞ্চির IPS ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz এবং টাচ স্যাম্পলিং রেট 240Hz। এই ডিসপ্লে আবার DCI-P3 কালার গ্যামুট এবং 650 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর MediaTek Dimensity 1300 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে।একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 2MP ম্যাক্রো শুটার। যদিও সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে কী সেন্সর দেওয়া হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।কানেক্টিভিটির দিক থেকে এই Vivo T2x ফোনে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi, GPS/ A-GPS, NFC, USB Type-C এবং একটি 3.5mm হেডফোন জ্যাক। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Vivo T2x দাম 

বিভিন্ন দেশের পাশাপাশি vivo কম্পানিটি এর নতুন এই মডেলটিকে বাংলাদেশের বাজারেও অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে । Vivo আর t সিরিজের মধ্য দিয়ে কোম্পানিটি তাদের গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে হাই বাজেটের ভিতরে এক আভিজাত্য প্রযুক্তিটি।আর এই ডিভাইসটি পারফরমেন্সের তুলনায় স্মার্টফোনের মূল্য কিন্তু বেশি নয় যেখানে আমরা দেখতে পেয়েছি বর্তমান বাংলাদেশ মার্কেট প্লেস এই 25,000 টাকা। আর ইন্ডিয়ার মার্কেটপ্লেইজে 18,999€। আর 200 $ নির্ধারণ করা হয়েছে বিশ্ব বাজার গুলোতে।এমন পারফরমেন্সে একটি স্মার্টফোন আমরা হাতে পেয়ে যাব তাও আবার মোটামুটি মিডিয়াম বাজেটে , বিষয়টি অনেকটাই অবাক করার মত । মোটামুটি মিডিয়াম বাজেটের ভিতরে একটি ভালো মানের স্মার্টফোন ব্যবহার করার তীব্র আগ্রহ যাদের রয়েছে ইতিমধ্যে তারা কিন্তু অনেকেই এই স্মার্টফোনটি মার্কেটপ্লেস থেকে সংগ্রহ করে নিয়েছে এবং তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি সম্পর্কে ইতিবাচক তথ্য পাওয়া যায় । আপনিও যদি মোটামুটি মিডিয়াম বাজেটে ভিতরে একটি ভালো স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে এই ডিভাইসটি আপনার জন্য মার্কেটের সেরা হতে পারে ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads