চাইনিজ টেক কোম্পানি ভিভো গত নভেম্বর টেক মার্কেটে তাদের বহুপ্রতীক্ষিত স্মার্টফোন সিরিজ Vivo X90 Series লঞ্চ করেছে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে Vivo X90, Vivo X90 Pro এবং Vivo X90 Pro+ নামের তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই তিনটি ফোনই 5G স্মার্টফোন এবং এতে যথেষ্ট অ্যাডভান্স ফিচার ও শক্তিশালী স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। এর মধ্যে Vivo X90 Pro+ ফোনটি 12GB RAM, Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট, 50MP+50MP+48MP+64MP কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP সেলফি ক্যামেরার মতো উল্লেখযোগ্য ফিচার যুক্ত এবং Vivo X90 Series এর সবচেয়ে বড় মডেল। এই পোস্টে Vivo X90 Pro+ ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল Digital Bangla reviews এর মাধ্যমে।
Vivo X90 Pro Plus এর স্পেসিফিকেশন
Vivo X90 Pro+ ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 3200 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড QHD+ E6 EMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই LTPO স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 1200 হার্টস টাচ সাম্পেলিং রেটে কাজ করে। এছাড়াও এই স্ক্রিন 1800 নিটস ব্রাইটনেস, 8000000:1 কন্ট্রাস্ট রেশিও, 1440 হার্টস PWM ডিমিং, 1.07 বিলিয়ন কালার এবং MEMC এর মতো ফিচার সাপোর্ট করে।Vivo X90 Pro+ ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম সহ অরিজিনওএস 3 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 3.20 ক্লক স্পীড যুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসর যুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Adreno 740 জিপিইউ যোগ করা হয়েছে।কোম্পানির Vivo X90 Pro+ ফোনটি মার্কেটে 12GB RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 8GB Expandable RAM টেকনোলজি সাপোর্ট করে। ফলে হেভি প্রসেসিং এবং মাল্টি টাস্কিঙের সময় প্রয়োজন হলে Vivo X90 Pro+ ফোনটি 20GB RAM এর পারফরমেন্স দিটে সক্ষম।ফটোগ্রাফির জন্য Vivo X90 Pro+ ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.75 অ্যাপার্চারযুক্ত 50MP IMX989 প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 48MP IMX598 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, f/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP IMX758 2X পোর্ট্রেট লেন্স এবং f/3.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 64MP OmniVision OV64B পেরিস্কোপ লেন্স আছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।কোম্পানির পক্ষ থেকে নতুন Vivo X90 Pro+ ফোনটিতে 4,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়া ওয়্যারলেস পদ্ধতিতে চার্জের জন্য এতে 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে।
Vivo X90 Pro Plus দাম
মোবাইলটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব ৮ জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব ১২৮ জিবি রোম। এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 1,00,000 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 74,390 € (রুপি)।আর 1,999 $ ডলার নির্ধারণ করা হয়েছে বর্তমান বিশ্ব বাজারের মার্কেটপ্লেসের ভিতরে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।
একটি মন্তব্য পোস্ট করুন