শাওমি ১৩ lite সিরিজ আসছে গ্লোবালি আরো নতুন মার্কেটে। এরই সাথে যুক্ত হলো এই সিরি জের নতুন সদস্য শাওমি ১৩ লাইট। এই ফোনটি মূলত শাওমি ১২ লাইট এর সিকুয়েল, যাতে পারফরম্যান্স ও ক্যামেরা ইম্প্রুভমেন্ট চোখে পড়বে।ডিভাইস মডেলের নামে “লাইট” থাকার মাধ্যমে বুঝাই যাচ্ছে এটি একটি মিড-রেঞ্জ ডিভাইস তবে দামের ক্ষেত্রে শাওমি ১৩ এর চেয়ে এটি প্রায় অর্ধেক। চলুন জেনে নেওয়া যাক শাওমি ১৩ লাইট ফোনটি সম্পর্কে বিস্তারিত digital Bangla reviews এর মাধ্যমে।
Xiaomi 13 Lite ফিচার
শাওমি ১৩ লাইট ফোনটিতে প্রসেসর স্ন্যাপড্রাগন ৭ জেন ১ ব্যবহার করা হয়েছে। ১২ লাইট এ ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের চেয়ে এই নতুন প্রসেসরের জিপিউ ২০% ও এআই পারফরম্যান্স ৩০% অধিক দেখা যাবে। তবে আগের মতই এলপিডিডিআর৪এক্স র্যাম ও ইউএফএস ২.২ স্টোরেজ একই থাকছে।৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ, এবং ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ – এই দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ডিভাইসটি। আউট অফ দ্যা বক্স মিইউআই ১৪ এর দেখা মিলবে ফোনটিতে, তবে এটি পুরোনো অ্যান্ড্রয়েড ১২ এর উপর ভিত্তি করে নির্মিত। ক্যামেরা সেকশনে শাওমি ১৩ লাইট ফোনটিতে ৫০মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ সেন্সর রয়েছে যা ইতিমধ্যে অনেক প্রিমিয়াম ফোনে আমরা দেখতে পেয়েছি। এই ১.০µm পিক্সেলের ১/১.৫৬ইঞ্চি সেন্সর ও এফ/১.৮ অ্যাপারচার এর কল্যাণে গতবছরের ১২ লাইট এর ১০৮মেগাপিক্সেল সেন্সরের চেয়ে এটি ১২৩% অধিক লাইট ক্যাপচার করতে পারে। এছাড়া ৮মেগাপিক্সেল এর আলট্রাওয়াইড সেন্সর রয়েছে যাতে ১১৯ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া যাবে। ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে যা গতবছরের মত একই থাকছে।ফোনের ফ্রন্টে রয়েছে ৩২মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা, যার সাথে রয়েছে আরো একটি ৮মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। দুইটি ক্যামেরার বদৌলতে আইফোনের মত আইল্যান্ড-স্টাইল ক্যামেরা থাকছে এই ডিসপ্লেতে। সেলফিতে ন্যাচারাল-লুকিং বোকেহ প্রদান করবে এইই বাড়তি সেন্সর। ক্যামেরাটির ফিল্ড অফ ভিউ ১০০ডিগ্রি, যার ফলে গ্রুপ সেলফি তুলতে বেশ সুবিধা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন