Ads

চায়না কোম্পানি শাওমি (Xiaomi note 10s) এই মডেলটিতে ডিজাইনের দিক দিয়ে কোন কমতি  রাখে নি। মিডিয়াম মার্কেটের ফোন গুলোর ভিতর টাকা দামে এতটা নজরকাড়া এবং প্রিমিয়াম ডিজাইন খুব কমই দেখা যায়। তবে দেখা যাক এই মডেলের মোবাইল ফোনের বিস্তারিত ডিজিটাল বাংলা রিভিউজ এর মাধ্যমে।


রেডমি নোট দশ এস অফিসিয়াল মোবাইল ফোনের পারফরম্যান্স | Xiaomi  redmi note 10s price in India


redmi note 10s ফিচারগুলো

মোবাইলটির দৈর্ঘ্য 160.5 mm, প্রস্থ 74.5 mm এবং থিকনেস 8.8 mm। এটি হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল ফিল হয় । গরিলা গ্লাস ৩ এবং বডি ও পিছনের অংশ প্লাস্টিক দিয়ে তৈরি। ডিসপ্লে এর ঠিক উপরে সেলফি ক্যামেরা রয়েছে। এতে পাওয়ার অন/ অফ(On/Off) বাটন ও ভলিউম আপ/ডাউন(Up/Down) বাটন ডিসপ্লে এর ডান পাশে রয়েছে । সেই সাথে পাওয়ার অন অফ বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসাবেও কাজ করবে। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হল সাইড মাউন্টেন্ড। এই ফোনটির নিচের দিকে দেয়া হয়েছে 3.5 mm এর অডিও জ্যাক। আর সেই সাথে মাউতস্পিকার (Mic) এবং লাউডস্পিকার খুবই ভালভাবে সেট করে দেওয়া হয়েছে। মুঠোফোনটির উপরের দিকে (Top Panel) রয়েছে আরো একটি স্পীকার । এতে আরও রয়েছে আই আর ব্লাস্টার এবং ফ্রন্ট ক্যামেরার উপরে দেয়া হয়েছে ইয়ারস্পিকার।ফোনটিতে রয়েছে ৬.৪৩ ডিসপ্লে । ৪০৯ পিপিআই সহ 1080 x 2400 পিক্সেলের রেজোলিউশন রয়েছে । ডিসপ্লেটিতে মাল্টি টাচ রেসপন্স ও অসাধারন মিডিয়া ভিউ এর অভিজ্ঞতা পাবেন । প্রখর সূর্যলোকে ও এর ডিসপ্লে আপনাকে খুবই সাচ্ছন্দ দিবে , কারন এতে রয়েছে ৪৫০ নিটস (টাইপ) ব্রাইটনেস এবং ১১০০ নিটস (পিক) ব্রাইটনেস। ফলে খুব ভালভাবেই উপভোগ করা যাবে।Xiaomi Redmi Note 10S ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 কে অপারেটিং সিস্টেম(Operating System) হিসেবে ব্যাবহার করা হয়েছে । এতে শাওমি এর নিজস্ব ইউআই MIUI 12 ব্যাবহার । এর প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 678 (11 nm) এর অক্টা-কোর (2 × 2.2 গিগাহার্টজ ক্রিও 460 গোল্ড এবং 6 × 1.7 গিগাহার্টজ ক্রিও 460 সিলভার ) প্রসেসর ব্যাবহার করা হয়েছে।

Xiaomi  redmi note 10s দাম

রেডমি কোম্পানির চমৎকার মোবাইল ফোনটি আমরা শুধু তিনটি স্টোরেজ ভেরি মার্কেট পেজে দেখতে পেয়েছি। সেখানে আপনি আপনার ব্যবহার যোগ্য মোবাইল ফোনের ভেরিয়েন্ট কি বেছে নিতে পারেন। তবে আর দেরি না করে চলে যাওয়া যাক প্রাচীর দিকে। মোবাইল ফোনটির প্রাইস বাংলাদেশ বাজারে অফিশিয়াল ভাবে নির্ধারণ করা হয়েছে

4GB (RAM)+64GB(ROM) 19,999 টাকা
4GB(RAM) +128GB(ROM) 20,999 টাকা
6GB(RAM) +128GB(ROM) 21,999 টাকা

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads