অল্প কিছুদিন আগে ইয়ামাহা যখন প্রথমবার তাদের R15 সিরিজটি বাজারে লঞ্চ করে, ঠিক সেসময় থেকেই দারুণ সাড়া ফেলে এটি। শুধু তরুণদেরই নয়, প্রায় সব বয়সী বাইক প্রেমীদের কাছেই জনপ্রিয় এই সিরিজের বাইক গুলো। আর এই সিরিজের লেটেস্ট একটি মডেল হলো Yamaha R15 V4। গতি , ডিজাইন, আর চমৎকার গ্রাফিক্সের এই বাইকটি নিয়েই থাকছে আমাদের আজকের আলোচনা। সময়ের সাথে সাথে এই সিরিজের বাইকগুলোতেও এসেছে বেশ কিছু পরিবর্তন, আর বাইক কেনার আগে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া দরকার । চলুন দেখে নেওয়া যাক কী কী নতুন সংযোজিত হয়েছে, কী কী বাদ দেওয়া হয়েছে এই বাইকটিতে , বাইকটির দাম, এবং বাইকটি কাদের জন্য।
Yamaha R15 V4 (বডি ডিজাইন)
বাইকটির লুক নিয়ে বলতে হলে শুরুতেই বলতে হয়, R15 V4 সিরিজে দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড LED DRL সহ একটি Single-pod LED হেডল্যাম্প। বাইকটি দেখতে অনেকটা YZF-R1 মডেলের মতো করে করা হয়েছে, যা পুরোদস্তুর একটি রেসিং বাইক।এছাড়াও Yamaha R15 V4-এর সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো এতে প্রচলিত টেলিস্কোপিক ফর্কের বদলে যোগ করা হয়েছে আপসাইড-ডাউন (USD) ফ্রন্ট ফর্ক, যা রাইডারকে দেবে বাড়তি আরামদায়ক অভিজ্ঞতা।
Yamaha R15 V4 (ইঞ্জিন)
নতুন মডেলের এই বাইকটিতে যা পরিবর্তিত হয়নি তা হলো এর পাওয়ার প্ল্যান্ট। Yamaha R15 V4-এ দেওয়া হয়েছে ১৫৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি ১০,০০০ rpm-এ ১৮.৪ এইচপি পাওয়ার ও ৭৫০০ rpm-এ সর্বাধিক ১৪.২ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম এবং এখানে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স ।বাইকটি লো রেভ ব্যান্ডে ফাস্ট তবে এটি ৪৫০০ আরপিএম পার হয়ে গেলে, ইঞ্জিনটি আরও দারুণ পারফরম্যান্স দিতে পারে।
আরো পড়ুন: অনলাইন থেকে মোবাইল কিংবা ল্যাপটপ দিয়ে টাকা ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করে ওয়েবসাইটটি ভিজিট করে দেখুন বিস্তারিত
Yamaha R15 V4 (ব্রেক ও টায়ার)
Yamaha R15 V4-এর ব্রেকিং সিস্টেমে রয়েছে একটি টুইন-পিস্টন কলিপার যুক্ত ২৮২ মিমি ফ্রন্ট ডিস্ক ও একটি সিঙ্গেল-পিস্টন ক্যালিপার সহ ২২০ মিমি রিয়ার ডিস্ক এমনটাই জানা গেছে তবে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন । এছাড়াও R15 V4 বাইকটিতে 17-ইঞ্চি অ্যালয় শডের উপর রয়েছে 100/80-17 ফ্রন্ট টায়ার ও একটি 140/70-R17 রিয়ার টায়ার।
Yamaha R15 V4 (সাসপেনশন )
বাইকটির ফ্রন্টে দেওয়া হয়েছে সোনালি রং-এর প্রিমিয়াম আপ-সাইড ডাউন ফর্ক ও এর পেছনে রয়েছে একটি একটি মনোশক সাসপেনশন।
Yamaha R15 V4-কাদের জন্য ভালো?
যারা স্পোর্টস বাইক খুঁজছেন এবং ইয়ামাহা বাইকের প্রতি যাদের দূর্বলতা রয়েছে, তাদের জন্য Yamaha R15 V4 চমৎকার একটি পছন্দ হতে পারে। এছাড়াও যারা নতুন বাইক চালাচ্ছেন তাদের জন্যেও বাইকটি ভালো, কারণ বাইকটি স্পোর্টস সেগেমেন্টের হলেও বেশ হালকা।
Yamaha R15 V4 (পরিশেষ)
আমাদের দেশের মোটরসাইকেল প্রেমীদের কাছে ইয়ামাহার আর১৫ সিরিজটি একেবারে শুরু থেকেই বেশ জনপ্রিয়। প্রিমিয়াম স্পোর্টস ক্যাটাগরির মধ্যে কেউ বাইক কিনতে চাইলে সবার আগেই মাথায় চলে আসে এই নাম। অ্যাগ্রেসিভ লুকের পাশাপাশি বাইকটি চালিয়েও ব্যবহারকারীরা দারুণ অভিজ্ঞতা পাবেন বলে আমাদের ধারণা।
Yamaha R15 V4(এর বর্তমান দাম)
বর্তমানে বাজারে উপলভ্য স্পোর্টস বাইকগুলোর মধ্যে Yamaha R15 V4 অন্যতম। প্রায় প্রতিটি জেলাতেই অফিশিয়াল ডিস্ট্রিবিউটরদের কাছে পাওয়া যাবে Yamaha R15 V4। বর্তমানে বাজারে Yamaha R15 V4 মোটরসাইকেলটি পাওয়া যাবে ৫,৪০,০০০ বাংলাদেশি টাকায়।বর্তমানে বাজারে Yamaha R15 V4 মোটরসাইকেলটি পাওয়া যাবে 1,93,900 India রুপিতে।বর্তমানে বাজারে Yamaha R15 V4 মোটরসাইকেলটি পাওয়া যাবে 5875$ বিশ্ব বাজারে।
একটি মন্তব্য পোস্ট করুন