Ads

 ইয়ামাহা একটি জাপানিজ মাল্টিন্যাশনাল মোটরসাইকেল কোম্পানি। বাজারে যতগুলো মোটরসাইকেল ব্র্যান্ড রয়েছে, সেগুলোর মধ্যে ইয়ামাহা একটি সুপরিচিত নাম। ইয়ামাহা ব্রান্ডের ভালো মানের অসংখ্য কমিউটার বাইক বাজারে রয়েছে। সেসকল বাইকগুলোর মধ্যে ১২৫ সিসি সেগমেন্টে ইয়ামাহা স্যালুটো অন্যতম।১২৫ সিসি সেগমেন্টের ইয়ামাহা স্যালুটো একটি স্ট্যান্ডার্ড কমিউটার বাইক। বাইকটি দেখতে বেশ স্মার্ট এবং এলিগেন্ট। বাইকটির বডি ডিজাইন বেশ অসাধারণ হওয়ায় বাইকটিকে দেখতে প্রিমিয়াম দেখায়।তো যাই হোক চলুন দেখে নেওয়া যাক এই বাইকটির সম্পূর্ণ বিস্তারিত ডিজিটাল বাংলা রিভিউস এর মাধ্যমে।


ইয়ামাহা স্যালুটো ১২৫ অফিসিয়াল বাইকের রিভিউ | Yamaha Saluto price in India


ইয়ামাহা স্যালুটো ফিচার

ইয়ামাহা স্যালুটো বাইকটিতে সংযুক্ত করা হয়েছে ১২৫ সিসির পাওয়ারফুল ৪ স্ট্রোক বিশিষ্ট, টুইন ভাল্ভ, এসওএইচসি ইঞ্জিন যা সিঙ্গেল সিলিন্ডার এবং এয়ার কুল্ড। ইঞ্জিনটি ৮.২ বিএইচপি @৭০০০ আরপিএম ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। এর পাশাপাশি বাইকটি ১০.১ নিউটন মিটার @৪৫০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটির পাওয়ার ডেলিভারি ভালো তবে এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় এই বাইকটির টর্ক উৎপন্নের ক্ষমতা কিছুটা কম।বাইকটির ইঞ্জিনের টপ স্পিড ১০০ কিমি/ঘণ্টা এবং বাইকটি ৬০ কিমি/লিটার মাইলেজ দিতে সক্ষম। বাইকটির টপ স্পিড এভারেজ তবে বাইকটির মাইলেজ যথেষ্ট ভালো।বাইকটিতে আরও রয়েছে ৪ স্পিড গিয়ার বক্স। বাইকটির স্মুথ ট্রান্সমিশন নিশ্চিত করার জন্য এতে সংযুক্ত করা হয়েছে ওয়েট মাল্টি-প্লেট টাইপ ক্লাচ।ইয়ামাহা এই বাইকটির সামনের চাকায় সংযুক্ত করা হয়েছে সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় সংযুক্ত আছে ড্রাম ব্রেক। বাইকটির ডিস্ক-ড্রাম ব্রেক সেটআপ বেশ ভালো ফিডব্যাক দেয়।এছাড়াও বাইকটির সামনের দিকে রয়েছে হাইড্রোলিক টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে স্প্রিং লোডেড হাইড্রোলিক, সুইং আর্ম টাইপ রিয়ার সাসপেনশন। বাইকটির উভয় সাসপেনশনের রেসপন্স বেশ ডিসেন্ট যার ফলে বাইকটি উঁচু-নিচু, ভাঙ্গা তথা সব ধরণের রাস্তায় রাইডার বেশ স্বাচ্ছন্দ্যের সাথে বাইকটি রাইড করতে পারে। এর পাশাপাশি পিলিয়নও বেশ আরামদায়ক রাইড উপভোগ করতে পারে।বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি আকারে বেশ ছোট। ট্যাঙ্কটির ফুয়েল ধারণ ক্ষমতা ৭.৬ লিটার।সব মিলিয়ে বাইকটির বডির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বেশ ব্যালেন্সড। বাইকটির ওভারঅল বডির ওয়েট ১১৩ কেজি। এছাড়াও বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি এবং হুইলবেস ১২৬৫ মিমি।
১২৫ সিসি সেগমেন্টের ইয়ামাহা স্যালুটো বাইকটি আকর্ষণীয় কিছু কালার ভ্যারিয়েন্টে বাজারে অ্যাভেইলেবল। কালারগুলো হলো আর্মাডা ব্লু, ম্যাট গ্রীন, স্পার্কি ক্যান।

ইয়ামাহা স্যালুটো  দাম 

এই দুরন্ত বেগবান বাইকটির প্রাইজ বর্তমান মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দোনুভাবেই পাওয়া যাচ্ছে। তবে বর্তমান বাংলাদেশ মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল ভাবেই এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,40,000 টাকা।60,500€ নির্ধারণ করা হয়েছে বর্তমান ইন্ডিয়ার মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল ভাবেই এই বাইকটির প্রাইস। আর 700 $ ডলারের আসে পাশে পেয়ে যাব আমরা এই স্পোর্টস বাইকটি বিশ্ব বাজারে। তার কারণ হলো এই বাইকটির প্রাইস বিশ্ব বাজারে আনঅফিসিয়াল ভাবে নির্ধারণ করা হয়েছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads