Ads

Global  নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে আইটেল (Itel) সংস্থা। সম্প্রতি লঞ্চ হয়েছে আইটেল এ৪৯ (Itel A49) ফোন। এন্ট্রি লেভেলের এই ৪জি ফোনে (4G smartphone) রয়েছে একটিই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন। তিনটি রঙে লঞ্চ হয়েছে আইটেল এ৪৯ ফোন। এই ফোনে রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ সমেত ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। তার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ক্যামেরা এফেক্ট। এই ফোনে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। জানা গিয়েছে আইটেল এ৪৯ বাজেট স্মার্টফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস লক ফিচার রয়েছে অথেনটিফিকেশনের জন্য। অ্যানড্রয়েড ১১ গো এডিশনের সাহায্যে পরিচালিত হবে আইটেল এ৪৯ বাজেট ফোন। তবে চলোন দেখে নেয়া যাক মোবাইল ফোনটি র বিস্তারিত সম্পর্কে ডিজিটাল বাংলা রিভিউজ এর মাধ্যমে।

আইটেল এ৪৯ মোবাইল ফোনের স্পিসিফিকেশন এবং ফিচার | iTel A49 price in India



আইটেল এ৪৯  স্পেসিফিকেশন

ডুয়াল সিমের এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ (গো এডিশন)- এর সাহায্যে।এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। সেখানে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন রয়েছে। তার মধ্যে সেট করা রয়েছে সেলফি ক্যামেরা।একটি কোয়াড কোর প্রসেসরও রয়েছে এই বাজেট ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ।আইটেল এ৪৯ ফোনের পিছনের অংশে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও রয়েছে দুটো ৫ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত ক্যামেরা সেনসর। সেলফি ও ভিডিয়ো কলের জন্য এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরার সঙ্গে আবার রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ফিচার যুক্ত বিউটি মোড।আইটেল এ৪৯ ফোনে রয়েছে ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।আইটেল এ৪৯ ৪জি ফোনে ডুয়াল সিম ছাড়াও রয়েছে ৪জি VoLTE/ ViLTE কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং একটি ইউএসবি পোর্ট। এই স্মার্টফোনে একটি ৪০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ইউজারদের সুরক্ষার খাতিরে ফেস আনলক ফিচারের সঙ্গে রয়েছে ফিঙ্গারপ্রন্ট সেনসরও।

আইটেল এ৪৯ দাম 

এবার আমরা আলোচনা করব স্মার্টফোনটির মূল আকর্ষণ নিয়ে যেটা জানার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে ছিলেন। স্মার্টফোনটির মূল্য কত রয়েছে ? সেটা জানার আগ্রহ মোটামুটি সবার মধ্যেই রয়েছে। বাংলাদেশের মার্কেটে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 8,290 টাকা। ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 5,699 রুপি। আমরা  আমরা যদি এই মোবাইল ফোনটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস করতে চাই তাহলে আমাদের আরো কিছু কম টাকা খরচ করতে হবে।উপরে আমরা স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ফিচারগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে দেখতে পেয়েছি বেশ কিছু জায়গায় স্মার্ট ফোনটি ভালো পারফরম্যান্স অফার করলেও কিছু কিছু জায়গায় এই স্মার্টফোনটির আপডেট প্রয়োজন ছিল। তো যাই হোক পার্সোনালি আপনাদের কার কি মতবাদ রয়েছে এই স্মার্টফোনটি সম্পর্কে সেটা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads