Ads

 ভিভো এক্স৮০ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো দেখে নিন।

ভিভো এক্স৮০ প্রো (Vivo X80 Pro) ফোন বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার্স এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। শোনা যাচ্ছে ভিভো এক্স৮০ (Vivo X80) এবং ভিভো এক্স৮০ প্রো প্লাস (Vivo X80 Pro+)— এই দুই ফোনের সঙ্গে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৮০ প্রো ফোন। ২৫ এপ্রিল চিনে এই ফোন লঞ্চ হবে। শোনা যাচ্ছে এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১ থাকতে পারে। এছাড়াও এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। সেখানে আবার ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে ভিভো এক্স৮০ প্রো ফোনে। শোনা যাচ্ছে, তিনটি রঙে এই ফোন লঞ্চ হতে পারে।



ভিভো এক্স ৮০ প্রো কারেন্ট ডিভাইস | vivo x 80 price in global


ভিভো এক্স৮০ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো দেখে নিন


বিভিন্ন রিপোর্ট সূত্রে যানা গিয়েছে ভিভো এক্স৮০ প্রো ফোন পরিচালিত হয়েছে  অ্যান্ড্রয়েড ১২- র সাহায্যে।এই ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে।কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে ভিভো এক্স৮০ প্রো ফোনে।

এই ফোনের পিছনের অংশে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা গিয়েছে।ভিভো এক্স৮০ প্রো ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, একটি ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, একটি ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স (৫এক্স অপটিকাল এবং ৬০এক্স ডিজিটাল জুম) থাকতে পারে।এছাড়াও এই ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে/ভিভো এক্স৮০ প্রো ফোনে একটি আলট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। এর সঙ্গে ডিসপ্লের কোণগুলি কার্ভড এবং ফ্রন্ট ডিসপ্লের মাঝ বরাবর পাঞ্চ হোল ডিজাইন থাকতে পারে। এখানেই সেলফি ক্যামেরা সেট থাকার সম্ভাবনা রয়েছে।ভিভো এক্স৮০ প্রো ফোন ২৫৬ জিবি এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোনের ওজন হতে পারে ২২০ গ্রাম।

Vivo X80 Pro দাম 

বিভিন্ন দেশের পাশাপাশি vivo কম্পানিটি এর নতুন এই মডেলটিকে বাংলাদেশের বাজারেও অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে । Vivo আর x সিরিজের মধ্য দিয়ে কোম্পানিটি তাদের গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে হাই বাজেটের ভিতরে এক আভিজাত্য প্রযুক্তিটি।আর এই ডিভাইসটি পারফরমেন্সের তুলনায় স্মার্টফোনের মূল্য কিন্তু বেশি নয় যেখানে আমরা দেখতে পেয়েছি বর্তমান বাংলাদেশ মার্কেট প্লেস এই 76,990 টাকা। আর ইন্ডিয়ার মার্কেটপ্লেইজে 54,999€। আর 998.00$ নির্ধারণ করা হয়েছে বিশ্ব বাজার গুলোতে।এমন পারফরমেন্সে একটি স্মার্টফোন আমরা হাতে পেয়ে যাব তাও আবার মোটামুটি মিডিয়াম বাজেটে , বিষয়টি অনেকটাই অবাক করার মত । মোটামুটি মিডিয়াম বাজেটের ভিতরে একটি ভালো মানের স্মার্টফোন ব্যবহার করার তীব্র আগ্রহ যাদের রয়েছে ইতিমধ্যে তারা কিন্তু অনেকেই এই স্মার্টফোনটি মার্কেটপ্লেস থেকে সংগ্রহ করে নিয়েছে এবং তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি সম্পর্কে ইতিবাচক তথ্য পাওয়া যায় । আপনিও যদি মোটামুটি  মিডিয়াম বাজেটে ভিতরে একটি ভালো স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে এই ডিভাইসটি আপনার জন্য মার্কেটের সেরা হতে পারে ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads