Ads

Samsung Galaxy A13 5G নামে মার্কেটে আনা হবে। বিগত দিনে এই মোবাইল ফোনটি বহু লিক ও সার্টিফিকেশন সাইটে সামনে এসে গেছে যার মধ্যে গ‍্যালাক্সি এ13 5জি এর ফিচার এবং স্পেসিফিকেশন্স সম্বন্ধে জানা গেছে। আবারো আরো একবার এই স‍্যামসাং ফোনটি টেক জগতের খবরে ছেড়ে গেছে এবং Samsung Galaxy A13 5G এর স্পেসিফিকেশন্স ইন্টারনেটে লিক হয়ে গেছে Digital Bangla reviews এর মাধ্যমে।


স্যামসাং গ্যালাক্সি এ১৩ মোবাইল ফোনের রিভিউ | Samsung Galaxy A13  price in India


Samsung Galaxy A13 ফিচার 

স‍্যামসাং গ‍্যালাক্সি এ13 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন্সের কথা বলা হলে লিকে দেখা গেছে যে এই ফোনটিকে 6.48 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হবে। এটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে হতে চলেছে যা এলসিডি প‍্যানেলে তৈরি। লিক অনুযায়ী Samsung Galaxy A113 এর ডিসপ্লে বেজল যুক্ত হবে যার মধ্যে চিন অংশ থাকবে। স্ক্রিন‌টি কিরকম গ্লাস প্রোটেক্টেড হবে সেই তথ্য এখনো জানা যায়নি।Samsung Galaxy A13 5G ফোনটি অ্যান্ডয়েড ওএসে লঞ্চ হবে যার মধ‍্যে স‍্যামসাং ওয়ান‌ইউআই‌ও থাকবে। আবার প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেকের ডায়মনসিটি 700 চিপসেট দেওয়ার কথা লিকের মাধ্যমে‌ই সামনে এসেছে। লিক অনুযায়ী স‍্যামসাং এই ফোনটিকে তিনটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করবে যার মধ্যে 4 জিবি, 6 জিবি এবং 8 জিবি র‍্যাম থাকবে। এই র‍্যাম ভেরিয়েন্ট গুলি 64 জিবি এবং 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।ফোটোগ্রাফির জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এ13 5জি ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেখা যাবে। লিক ডিটেইলস অনুযায়ী এই সেট‌আপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে তার সাথে 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর‌ঐ দেওয়া হবে। আবার সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য Samsung Galaxy A13 5G ফোনে কোন ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে সেই তথ্য এখনো জানা যায়নি।Samsung Galaxy A13 5G তে সিকিউরিটি‌র জন্য যেখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া‌র কথাও লিকে সামনে এসেছে। শোনা যাচ্ছে যে এই ফোনটি 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 

Samsung Galaxy A13 দাম 

মোবাইলটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 4 জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব 64 জিবি রোম। এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 19,499 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 14,999€ (রুপি)।আর 249.99 $ ডলার নির্ধারণ করা হয়েছে বর্তমান বিশ্ব বাজারের মার্কেটপ্লেসের ভিতরে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads