5G বাজারে ঝড় তুলে ফের ভারতে নতুন ফোন নিয়ে হাজির হল Vivo। সম্প্রতি ভারতে Vivo T1 5G লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon প্রসেসর, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, ও আরও অনেক ফিচার। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে পারফর্মেন্সের কথা মাথায় রেখে এই ফোন ডিজাইন করা হয়েছে। Vivo-র YouTube চ্যানেলে এক ভার্চুয়াল ইভেন্ট থেকে গোটা দেশের সামনে এই ফোন নিয়ে এসেছে চিনের কোম্পানিটি। মাত্র 8.25 মিলিমিটার পাতলা এই ফোনটি এই মুহূর্তে ভারতের সবথেকে পাতলা 5G স্মার্টফোন। এক নজরে এই ফোনের দাম, ফিচার্স ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক ।
Vivo T1 5G স্পেসিফিকেশন
ডুয়াল সিম Vivo T1 5G তে Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির FunTouch OS 12 স্কিন। এই ফোনে 6.58 ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে দিয়েছে Vivo। এই ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেট ও 240 Hz টাচ স্যামপ্লিং রেট। Vivo T1 5G তে থাকছে Snapdragon 695 চিপসেট। সঙ্গে থাকছে 8GB পর্যন্ত RAM ও 128GB পর্যন্ত স্টোরেজ।Vivo T1 5G এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 50 MP সেন্সর দিয়েছে Vivo। এছাড়াও এই ফোনে রয়েছে একটি 2 MP সেকেন্ডারি ক্যামেরা ও একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য 16 MP ক্যামেরা থাকছে। 6GB ও 8GB RAM ভেরিয়েন্টে কম আলোতে ছবি তোলার জন্য থাকছে সুপার বাইট মোড। এছাড়াও এই ফোনের ক্যামেরায় থাকছে মাল্টি স্টাইল পোট্রেট মোড।Vivo T1 5G তে রয়েছে 128GB স্টোরেজ। যদিও microSD কার্ডের সাহায্যে এই ফোনে আরও 1TB স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.1, USB Type-C ও USB OTG। Vivo T1 5G তে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কম্পাস, ভার্চুয়াল জাইরোস্কোপ সেন্সর,GPS, Beidou, GLONASS, Galileo, ও QZSS।Vivo T1 5G তে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনের ওজন 187 গ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন