বর্তমানে ইনফিনিক্স স্বল্পমূল্যে ভালো ভালো সার্ভিস দিয়ে মানুষের মন যোগাতে সক্ষম হয়েছে ইতিপূর্বে তারই ধারাবাহিকতায় ইনফিনিক্স নতুন একটি ফোন বাজারে নিয়ে আসলো । যার মডেল হল ইনফিনিক্স হট টেন প্লে ।যারা অল্প মূল্যে বেশি ফ্যাসালিটি আশা করে থাকেন তাদের জন্য ইনফিনিক্স এর এই মোবাইল ফোনটি খুব ভালো হবে বলে ধারণা করা হচ্ছে । ইনফিনিক্স এই নতুন স্মার্টফোনটি আজকে ভারতের বাজারে লঞ্চ করেছে । ইনফিনিক্স এর প্রতিটি স্মার্টফোন ভালো মানের ফিচার দিয়ে থাকে । উদাহরণস্বরূপ ইনফিনিক্স হট টেন প্লে মডেলটির কথাই বলা যাক । স্বল্পমূল্যের ভিতরে থাকা সত্ত্বেও এই মডেলটিতে পাওয়া যাবে উন্নত মানের ফ্যাসিলিটি । হাই কোয়ালিটির ফিচার ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই মডেলটির ব্যাপক চাহিদা মার্কেটে লক্ষ্য করাঈ ০ যায় । মডেলটি সম্পর্কে এক নজরে জেনে নেয়া যাক Digital Bangla reviews এর মাধ্যমে ।
স্মার্টফোনটি ওজনে 210 গ্রাম । যা আমাদের কাছে শুনতে কিছুটা ভারী মনে হলেও ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই ব্যবহারযোগ্য হাতে অথবা পকেটে । দেশের মার্কেটপ্লেসগুলোতে এই স্মার্টফোনটি কালো , সবুজ এবং নীল কালার ছাড়াও আরো অন্যান্য রঙের পাওয়া যাচ্ছে । আকারের ক্ষেত্রে স্মার্টফোনটি মিডিয়াম বলা যেতে পারে ততটা বড় নয় এবং ততটা ছোট নয় । প্রথম দেখাতে কিন্তু আপনি মুগ্ধ হয়ে যেতে পারেন এই স্মার্টফোনটির বডি ডিজাইনের উপর । বডি ডিজাইনের ক্ষেত্রে দেখা গিয়েছে গ্লাসি ফিনিশিং ।ডুয়েল ক্যামেরার নিচে আলাদা ভাবে ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট । প্রাইমারি ক্যামেরার সেন্সরে রয়েছে 13 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা এবং এর পাশাপাশি depth সেন্সরে রয়েছে 2 মেগাপিক্সেলের আরো একটি ক্যামেরা । স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরায় একটি বড় মাপের ক্যামেরা আইকন ব্যবহার করা হয়েছে যার ফাংশনে রয়েছে 8 মেগাপিক্সেল । প্রাইমারি এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে এইচডিআর এবং পানোরামা এর মতো জনপ্রিয় ফিচার পাওয়া যাবে ।স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে রয়েছে 6000 mAh পাওয়ার । স্বল্পমূল্যের এই স্মার্টফোনটিকে কিন্তু অনেকটা হাই কোয়ালিটির ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে । ব্যাটারি পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনটি মার্কেটের সেরা বলে নির্বাচিত । এই বাজেটের মধ্যে হাই কোয়ালিটির ব্যাটারি পারফরম্যান ইনফিনিক্স লাভারদের কাছে অনেকখানি অনাকাঙ্ক্ষিত ছিল । non-removable লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারীতে 10 ওয়াট দ্রুতগতিতে চার্জিং সিস্টেম রয়েছে।
মোবাইলটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 4 জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব 64 জিবি রোম। এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 10,599 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 9,999€ (রুপি)।আর 139 $ ডলার নির্ধারণ করা হয়েছে বর্তমান বিশ্ব বাজারের মার্কেটপ্লেসের ভিতরে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।
একটি মন্তব্য পোস্ট করুন