Ads

Lenovo তাদের অন্যতম লেটেস্ট তথা প্রিমিয়াম ল্যাপটপ ThinkBook Plus Gen 3 লঞ্চ করেছিল। আর আজ অর্থাৎ ২২শে ফেব্রুয়ারি ব্র্যান্ডটি আলোচ্য ল্যাপটপকে ভারতের বাজারে নিয়ে এল। এটিকে মূলত ‘ক্রিয়েটিভ’ এবং ‘এন্টারপ্রাইজ’ ইউজারদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। বিশেষত্বের কথা বললে, Lenovo ThinkBook Plus Gen 3 ডুয়াল-স্ক্রীন ডিজাইনের সাথে এসেছে। অর্থাৎ এতে প্রাইমারি ডিসপ্লের পাশাপাশি কী-বোর্ডে একটি সেকেন্ডারি টাচ ডিসপ্লেও বিদ্যমান আছে। এছাড়া এই ল্যাপটপে – ১২তম প্রজন্মের ইন্টেল কোর i7 প্রসেসর, ১ টেরাবাইট SSD স্টোরেজ, ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত স্পিকার সিস্টেম, ব্যাকলিট কী-বোর্ড এবং ৭০Whr ব্যাটারির মতো ফিচার পাওয়া যাবে। চলুন Lenovo ThinkBook Plus Gen 3 ল্যাপটপের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন বিস্তারে জেনে নেওয়া যাক‌ Digital Bangla reviews এর মাধ্যমে।


লেনোভো থিঙ্কবুক প্লাস জেন ৩ অফিসিয়াল লেপটপের রিভিউ | Lenovo ThinkBook Plus Gen 3  price in India


Lenovo ThinkBook Plus Gen 3 ফিচার 

লেনোভো থিঙ্কবুক প্লাস জেন ৩ ল্যাপটপে ৩কে (3K) রেজোলিউশন সহ ১৭.৩-ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২১:১০ আল্ট্রা-ওয়াইড এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৯৯% DCI-P3 কালার গ্যামেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস সমর্থন করে৷ এই ডিভাইসটি টাচ ইনপুট এবং ডলবি ভিশনও সমর্থন করে। তবে উল্লেখযোগ্যভাবে, সদ্য লঞ্চ হওয়া এই মডেলটির কী-বোর্ডের ডানদিকে একটি সেকেন্ডারি স্ক্রিনও রয়েছে, যা ল্যাপটপের বেসের মধ্যে এম্বেডেড ট্যাবলেটের মতো দেখায়। এই সেকেন্ডারি ডিসপ্লে আকারে ৮-ইঞ্চি, যা এইচডি প্লাস রেজোলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৫০ নিট পিক ব্রাইটনেস, ৬০% NTSC কালার গ্যামেট এবং টাচ প্যানেল সাপোর্ট করে। এই ডিসপ্লে – প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন, ফোন স্ক্যানিং, কনটেন্ট মিররিং সহ একাধিক কাজে ব্যবহারযোগ্য।অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, Lenovo ThinkBook Plus Gen 3 ল্যাপটপে ১২তম প্রজন্মের ইন্টেল কোর i7 প্রসেসর এবং ইন্টিগ্রেটেড আইরিশ এক্সই ( Iris Xe) গ্রাফিক্স উপস্থিত। এটি ১৬ জিবি LPDDR5 র‍্যাম এবং ১ টেরাবাইট SSD সহ পাওয়া যাবে। যদিও ডিভাইসটিতে ৩২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২ টেরাবাইট পর্যন্ত SSD সাপোর্ট করবে। আর লেনোভো আনীত এই ল্যাপটপে লেটেস্ট উইন্ডোজ ১১ প্রো অপারেটিং সিস্টেম রয়েছে।অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, নয়া Lenovo ThinkBook Plus Gen 3 ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত ডুয়েল ২ ওয়াট হারমান কার্ডন স্টেরিও স্পিকার সিস্টেম, ব্যাকলিট কী-বোর্ড এবং শাটার প্রাইভেসি সহ ফুল এইচডি রেজোলিউশনের ইনফ্রারেড ওয়েবক্যাম অফার করে৷ কানেক্টিভিটির জন্য এতে – ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভি৫.২, ইউএসবি টাইপ-সি পোর্ট, থান্ডারবোল্ট ৪ পোর্ট, একটি ইউএসবি-সি পোর্ট, একটি ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। পরিশেষে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Lenovo ThinkBook Plus Gen 3 ল্যাপটপে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৭০Whr ক্যাপাসিটির ব্যাটার আছে।

Lenovo ThinkBook Plus Gen 3 দাম 

ল্যাপটপটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 12 জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব 512 জিবি রোম। এই ল্যাপটপটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব ল্যাপটপটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে ল্যাপটপটির পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 1,66,000 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 1,10,990€ (রুপি) স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads