Ads

আপনি যদি মিডিয়াম বাজেটের রেঞ্জে নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে ফ্লিপকার্টের Never Before Offer আপনার জন্য হাজির। এই অফারে আপনি Motorola-র বেস্টসেলিং ডিভাইস Moto G73 5G কিনতে পারবেন ২২ শতাংশ ছাড়ে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা এই ফোনের এমআরপি মিডিয়াম বাজেটের। তবে এখন এটি আপনি মিডিয়াম বাজেটের টাকায় অর্ডার করতে পারেন। আবার এক্সচেঞ্জ অফারে Moto G73 5G ফোনের দাম মিডিয়াম বাজেটের টাকা পর্যন্ত কমানো যেতে পারে। এছাড়া আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে ৫% ক্যাশব্যাকও পাবেন।


মটোরোলা জি ৭৩ মোবাইল ফোনের রিভিউ | Moto G73  full reviews and price in global


Moto G73 সমর্পণ ফিচার 

মোটো জি৭৩ ৫জি ফোনে ২৪০০×১০৮০ পিক্সেল রেজোলিউশনের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। আর এটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। তবে প্রয়োজনে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০ চিপসেট।Moto G73 5G ফোনের পিছনে PMMA মেটিরিয়াল ব্যবহৃত হয়েছে, যা গ্লাসের মতো স্মুথ ফিনিশিং অফার করে। তবে প্লাস্টিক দ্বারা নির্মিত ফোনের বডি। 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যা ফুল HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। সেলফি ক্যামেরার জন্য ফোনটির সামনে রয়েছে একটি ছোট্ট হোল পাঞ্চ।এই মোটোরোলা স্মার্টফোনে রয়েছে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ম্যাক্রো ক্যামেরা হিসেবেও কাজে লাগানো যেতে পারে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, Moto G73 5G-র প্রাইমারি ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ‘আলট্রা পিক্সেল’ প্রযুক্তি।সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। রয়েছে 5000mAh ব্যাটারি, যা সারা দিন ধরে ব্যাকআপ দিতে পারে। 30W টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করে ফোনটি। Moto G73 ব্যবহারকারীরা ক্লিন অ্যান্ড্রয়েড 13 এর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। এয়ারটেল ও জিও ব্যবহারকারীরা 5G পরিষেবাও ব্যবহার করতে পারবেন।

Moto G73 দাম 

এই মোবাইল ফোনটি আপনারা বর্তমান মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল ভাবেই পেয়ে যাবেন। তবে চলুন জেনে নেওয়া যাক এই মোবাইল ফোনটির আকর্ষণীয় প্রাইজ সম্পর্কে । যেখানে আমরা দেখতে পেয়েছি বর্তমান বাংলাদেশ মার্কেট পেজের ভিতরে এই মোবাইল ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 35,000 টাকা ।18,999 € নির্ধারণ করা হয়েছে বর্তমান ইন্ডিয়ার বাজারগুলোর ভিতরে মোবাইল ফোনের প্রাইস। তবে হ্যাঁ এই মোবাইল ফোনটি গ্লোবাল মার্কেটের ভিতরেও পাওয়া যাচ্ছে সেখানে 251.91 $নির্ধারণ করা হয়েছে অফিসিয়াল ভাবে মোবাইল ফোনটির প্রাইস।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads