Motorola আজ চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল। আর এই ইভেন্টে আত্মপ্রকাশ করেছে Moto X40 ফ্ল্যাগশিপ ফোন। এর পাশাপাশি Moto G53 এর উপর থেকে পর্দা সরানো হয়েছে। 5G কানেক্টিভিটি সহ আসা এই ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন Moto G53 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Moto G53 সমর্পণ ফিচার
মোটো জি৫৩ ফোনের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) এলসিডি প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাঞ্চ হোল ডিজাইনের সাথে আসা এই ডিসপ্লের কাট আউটের মধ্যে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর কোয়ালকম চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আর মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।এদিকে Moto G53 ফোনের পিছনে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউআই ৫.০ কাস্টম স্কিনে রান করবে।সিকিউরিটির জন্য Moto G53 ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে ডূয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক।
একটি মন্তব্য পোস্ট করুন