Nokia কোম্পানি লো-বাজেট স্মার্টফোন সেগমেন্টে তাদের একটি নতুন মোবাইল ফোন Nokia C12 লঞ্চ করেছে। কোম্পানির C সিরিজের অধীনে লঞ্চ হওয়া এই ফোনটি কিছু দিন আগে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এই হ্যান্ডসেটটিতে 6.3 ইঞ্চি HD Plus ডিসপ্লে, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 3D প্যাটার্ন ডিজাইন রয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনটির ডিটেইলস জানানো হল Digital Bangla reviews এর মাধ্যমে।
Nokia C12 ফুল ফিচার
এই Nokia ফোনটিতে 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 1600×720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.3-ইঞ্চি HD Plus ডিসপ্লে রয়েছে, যা ওয়াটারড্রপ নচ সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে 1.6GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর Unisoc 9863A1 প্রসেসর দেওয়া হয়েছে। এই ডিভাইসটি 2GB RAM এবং 2GB ভার্চুয়াল RAM ছাড়াও 64GB স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256GB পর্যন্ত বাড়ানো যাবে।ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে একটি 8-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এই Nokia ফোনটিতে 3,000mAh ব্যাটারি রয়েছে।Nokia C12 Android Go ভার্সনে কাজ করে। Google Go অ্যাপগুলিও এই ফোনে ডাউনলোড এবং ইনস্টল করা যেতে পারে, যা অনেক কম স্টোরেজ নেয়। Nokia C12 ফোনটি IP52 রেটিং পেয়েছে। এই ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচারের মধ্যে ব্লুটুথ,Wi-Fi এবং 3.5 mm জ্যাকের মতো ফিচার রয়েছে এবং ফোনটির ওজন 177.4 গ্রাম।
Nokia C12 দাম
মোবাইলটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 4 জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব 64 জিবি রোম। এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 15,000 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 6,499€ (রুপি)।আর 149 $ ডলার নির্ধারণ করা হয়েছে বর্তমান বিশ্ব বাজারের মার্কেটপ্লেসের ভিতরে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।
একটি মন্তব্য পোস্ট করুন