Ads

টিভিএস বাংলাদেশে খুব জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। শহরের পাকা রাস্তা থেকে শুরু করে গ্রামের মেঠো পথে বাজাজের বিভিন্ন মডেলের বাইক দেখতে পাওয়া যায়। বাজাজ কোম্পানী জনপ্রিয়তার কারণ হচ্ছে পারফরমেন্স এবং মাইলেজ। বহুদিন থেকে আমাদের দেশে বাজাজের একটা রেশ রয়েছে গেছে। আমরা যদি ভালো মাইলেজ সমৃদ্ধ বাইক খুজি তবে অবশ্যই বাজাজের কিছু মডেল প্রথম সারিতে থাকবে। শুধু তাই নয় বাজাজ সকল রাইডারের দিক বিবেচনা করে বিভিন্ন সেগমেন্টের বাইক বাজারে নিয়ে এসেছে। কমিউটার সেগমেন্টের মধ্যে আছে বাজাজ পালসার ডিস্কোভার, প্লাটিনা, সিটি১০০ ইত্যাদি । নেকেড স্পোর্টসের মধ্যে বাংলাদেশে বিদ্যমান একটি বাইক হচ্ছে বাজাজ পালসার এনএস১৬০ এবং আমি এই বাইকটি বর্তমানে ব্যবহার করছি। আজ আমি আপনাদের সাথে এনএস ১৬০ নিয়ে বিস্তারিত কিছু মতামত শেয়ার করবো Digital Bangla reviews এর মাধ্যমে। 


বাজাজ এনএফ  মোটরবাইকের বাংলা বিস্তারিত | Bajaj nf price in India


টিভিএস এনএফ ফুল ফিচার 

বাইকটির কন্ট্রোল আমার কাছে মাঝামাঝি পর্যায়ে মনে হয়েছে। বাইকের স্পীড ৮০ এর উপরে উঠলে একটু কাপুনি অনুভূত হয় । এই সময়ে ব্যালেন্স রাখা একটু মুশকিল হয়ে যায় অন্য রাইডারদের কি হয় সেটা জানিনা কিন্তু আমার কাছে এই সমস্যা হয়। সামনের ডিস্ক ব্রেক ভালো পারফরমেন্স দেয় আমি ইচ্ছে মত যেখানেই থামাতে চাই সেখানেই থামাতে সক্ষম হই কিন্তু পেছনের ডারম ব্রেকের পারফরমেন্স আশানুরূপ না। আমি মনে করি পেছনে ড্রামের ব্রেকের বদলে ডিস্ক ব্রেক ব্যবহার করা উচিত । সাসপেনশনগুলো হাইওয়ে কিংবা খারাপ রাস্তায় অনেক ভালো সাপোর্ট দেয়। পেছনের মনোশন নরম এবং সামনের টেলিস্কোপিকতাও ভালো পারফরম করে। টায়ারটা এর বডির অনুপাতে একটু চিকণ হয়ে গেছে। টায়ার চিকণ হলেও টায়ারের গ্রিপ খুব ভালো কিন্তু পেছনের লুকটা একটু খারাপ লাগে চিকণ টায়ারের জন্য এছাড়া টায়ারের আর কোন সমস্যা নাই।আমি অন্যান্য বাইক চালিয়েছি এবং তেল খরচের বিষয়টা একটু শক্তভাবে নিই। এনএস ১৬০ বাইকের মাইলেজ আমি লিটারে ৪০ কিমি এর একটু বেশি পাচ্ছি। বাইকের পারফরমেন্স এবং এই সেগমেন্টের অন্যান্য বাইকের সাথে তুলনা করলে মাইলেজটা আমি বলব যে এনএস ১৬০ এর একটু কম ।উত্তরা মোটরস এর আফটার সেলস সার্ভিস আমার কাছে ভালো লেগেছে। তাদের আচরণ, পরিবেশ, কাজের মান সব কিছু অনেক ভালো এবং তাদের শ্রমিকগুলো অনেক দক্ষতার সাথে কাজ করে । কিন্তু তাদের একটা বিষয় একটু খটকা লেগেছে সেটা হল তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদির খুব অভাব। আমি উত্তরা মোটরসকে এই বিষয়টা একটু আমলে নিতে বলবো।

টিভিএস এনএফ দাম 

বাইকটির প্রাইজ বর্তমান মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দোনুভাবেই পাওয়া যাচ্ছে। তবে বর্তমান বাংলাদেশ মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল ভাবেই এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,53,000 টাকা।1,36,000€ নির্ধারণ করা হয়েছে বর্তমান ইন্ডিয়ার মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল ভাবেই এই বাইকটির প্রাইস। আর 500 $ ডলারের আসে পাশে পেয়ে যাব আমরা এই স্পোর্টস বাইকটি বিশ্ব বাজারে। তার কারণ হলো এই বাইকটির প্রাইস বিশ্ব বাজারে আনঅফিসিয়াল ভাবে নির্ধারণ করা হয়েছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads