Vivo ভারতে তাদের নতুন ওয়াই সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং এর কিছু দিন পরেই কোম্পানি Y17 স্মার্টফোন লঞ্চ করেছিল। আমরা কিছু দিন আগে জানিয়েছিলাম কোম্পানি তাদের ওয়াই সিরিজে Vivo Y12 স্মার্টফোন লঞ্চ করতে পারে। এখন ফোনটি চুপচাপ কোম্পানির পক্ষ থেকে আমাজন ইন্ডিয়াতে সেল করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এই মোবাইল ফোনটি সম্পূর্ণ বিস্তারিত ডিজিটাল বাংলা রিভিউস এর মাধ্যমে।
Vivo Y12 ফিচার
Vivo Y12 ফোনটিতে 6.35 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে ওয়াটারড্রপ নচ দিয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত মিডিয়াটেক এমটি6762 হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে।ফোনটির ফোটোগ্ৰাফি সেগমেন্ট যথেষ্ট অ্যাডভান্স। ফোটোগ্ৰাফির জন্য Vivo Y12 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপের প্রাইমারি ক্যামেরা সেন্সর 13 মেগাপিক্সেলের। দ্বিতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এবং তৃতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের যা ডেপথ সেন্সিঙের কাজ করে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।ওয়াই সিরিজের অন্যান্য ফোনের মতো Vivo Y12 এও বড়ো ব্যাটারী দেওয়া হয়েছে। এতে 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনে ফাস্ট চার্জিং ফিচার নেই তবে রিভার্স চার্জিং আছে, অর্থাৎ ওটিজি ব্যবহার করে এই ফোনের সাহায্যে অন্য ফোন চার্জ করা যায়। Vivo Y12 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন।Vivo ভারতে তাদের নতুন ওয়াই সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং এর কিছু দিন পরেই কোম্পানি Y17 স্মার্টফোন লঞ্চ করেছিল। আমরা কিছু দিন আগে জানিয়েছিলাম কোম্পানি তাদের ওয়াই সিরিজে Vivo Y12 স্মার্টফোন লঞ্চ করতে পারে। এখন ফোনটি চুপচাপ কোম্পানির পক্ষ থেকে আমাজন ইন্ডিয়াতে সেল করা হচ্ছে।
Vivo Y12 দাম
এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 15,999 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 11,000 € (রুপি) স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।
একটি মন্তব্য পোস্ট করুন