Vivo টেক প্ল্যাটফর্মে তাদের ‘Y’ সিরিজের অধীনে Vivo Y78 5G ফোনটি লঞ্চ করেছে। এই মোবাইলটি চীনের মার্কেটে লঞ্চ করা হয়েছে যা দুটি RAM ভেরিয়েন্টে সেলের জন্য উপলব্ধ।এই পোস্টে আপনাদের Vivo Y78 5G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হলো ডিজিটাল বাংলা রিভিউস এর মাধ্যমে।
Vivo Y78 পরিপূর্ণ ফিচার
Vivo Y78 5G ফোনটি 19.9:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হয়েছে, যা 2388 × 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.64-ইঞ্চি Full HD + পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন IPS LCD প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেটে কাজ করে।Vivo Y78 5G ফোনটি Android 13 বেসড Funtouch OS 13-এ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek 7020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে যা 2.2GHz ক্লক স্পিডে রান করে। এই Vivo ফোনটিতে সম্প্রসারণযোগ্য র্যাম টেকনোলজি দেওয়া হয়েছে।Vivo Y78 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যার সাথে F/2.4 অ্যাপারচার যুক্ত 2-মেগাপিক্সেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y78 5G ফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।Vivo Y78 5G ফোনটি 19.9:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হয়েছে, যা 2388 × 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.64-ইঞ্চি Full HD + পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন IPS LCD প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেটে কাজ করে।
Vivo Y78 দাম
এই মোবাইল ফোনটি আপনারা বর্তমান মার্কেটপ্লেস এর ভিতরে অফিসিয়াল ভাবেই পেয়ে যাবেন। তবে চলুন জেনে নেওয়া যাক এই মোবাইল ফোনটির আকর্ষণীয় প্রাইজ সম্পর্কে । যেখানে আমরা দেখতে পেয়েছি বর্তমান বাংলাদেশ মার্কেট পেজের ভিতরে এই মোবাইল ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা ।16,590 € নির্ধারণ করা হয়েছে বর্তমান ইন্ডিয়ার বাজারগুলোর ভিতরে মোবাইল ফোনের প্রাইস। তবে হ্যাঁ এই মোবাইল ফোনটি গ্লোবাল মার্কেটের ভিতরেও পাওয়া যাচ্ছে সেখানে 179 $নির্ধারণ করা হয়েছে অফিসিয়াল ভাবে মোবাইল ফোনটির প্রাইস।
একটি মন্তব্য পোস্ট করুন