ওয়ালটন তাদের স্মার্টফোন লাইন-আপে একের পর এক অসাধারণ সব ফোন যুক্ত করে চলেছে। এবার চলে এলো ওয়ালটন অরবিট (Orbit) সিরিজ ও এই সিরিজের ফোন অরবিট ওয়াই৫০। চলুন জেনে নেওয়া যাক এন্ট্রি লেভেল বাজেটের এই ফোনটি সম্পর্কে বিস্তারিত Digital Bangla reviews এর মাধ্যমে।
Walton Arbit y50 ফুল ফিচার
ওয়ালটন অরবিট ওয়াই৫০ এর ডিজাইন অন্য দশটি বাজেট অ্যান্ড্রয়েড ফোনের মতই। প্লাস্টিক বডির এই ফোনটির ব্যাকে রয়েছে ক্যামেরা মডিউল ও ফিংগারপ্রিন্ট সেন্সর। ফোনের ফ্রন্টে রয়েছে ৬.৮২ইঞ্চির এইচডি প্লাস নচ ডিসপ্লে। এখানে থাকছেনা কোনো ধরনের হাই রিফ্রেশ রেট ফিচার।ক্যামেরা হিসাবে অরবিট ওয়াই৫০ ফোনটিতে ১৩মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে। এঝানে ১৩মেগাপিক্সেল হলো মেইন লেন্স ও বাকি দুইটি অ্যাসিস্ট্যান্ট সেন্সর। ভিডিও রেকর্ড করা যাবে ফুল এইচডি রেজ্যুলেশনে। অন্যদিকে ফোনের ফ্রনটে ডিসপ্লে নচে স্থান পেয়েছে ৮ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ওয়ালটন অরবিট ওয়াই৫০ ফোনটির ক্যামেরাতে রয়েছে ডজন খানেক ফিচার। ফেস ডিটেকশন, ৪এক্স ডিজিটাল জুম, টাচ শট, স্মাইল শাটার, এন্টি ফ্লিকার, সেল্ফ টাইমার, জিও ট্যাগিং, ডিসপ্লে ফেসিয়াল ইনফরমেশন, লোগো ওয়াটারমার্ক, টাইম ওয়াটারমার্ক এর মত অনেক ফিচার রয়েছে এই ফোনের ক্যামেরা অ্যাপে। এছাড়া রয়েছে নরমাল, বিউটি, পোর্ট্রেইট, প্রো মোড, ফিল্টার, টাইমল্যাপ্স, এআর স্টিকার, ইত্যাদি ক্যামেরা মোড।ওয়ালটন অরবিট ওয়াই৫০ ফোনটিতে ৪২০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে। ফোনটি পাওয়া যাবে মেটালিক গোল্ড, বেবি ব্লু ও পাইন গ্রিন কালারে। ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজের ওয়ালটন অরবিট ওয়াই৫০
Walton Arbit y50 দাম
মোবাইল ফোনটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 4 জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব 64 জিবি রোম। এই মোবাইল ফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব মোবাইল ফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে মোবাইল ফোনটির পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 12,999 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 9,990€ (রুপি)। আর গ্লোবাল মার্কেটের ভিতরে এই মোবাইল ফোনের প্রাইস নির্ধারণ করা হয়েছে 149$। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।
একটি মন্তব্য পোস্ট করুন