বর্তমান এই সময়ে দেশীয় ব্র্যান্ড গুলোর মধ্যে যে মডেলগুলো মার্কেটে রিলিজ হয়েছে তার মধ্যে অন্যতম আকর্ষণীয় একটি মডেল ওয়ালটন প্রিমো RX8 মিনি । চোখজুড়ানো বডি ডিজাইনের সাথে ব্যাক ডিজাইন এ দেওয়া হয়েছে মারাত্মক লুক । দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্সের সাথে থাকছে চমকপ্রদ স্টোরেজ । আকর্ষণীয় ব্যাপার হচ্ছে মোবাইলটি দামে অনেকটাই সাশ্রয়ী । স্মার্টফোনটিকে কি ফাস্টেস্ট গতিতে চালানো যাবে ? এই বাজেটের মধ্যে আসলে ফোনটির পারফরম্যান্স কেমন ? গেমিং পারফরমেন্সের জন্য এ ফোনটি কতটা যোগ্য ? এক নজরে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Digital Bangla reviews এর মাধ্যমে।
Walton Primo RX8 ফিচার
ফোনটির বডি স্টাইলে মিনিমাল নচের উপস্থিতি চোখে পড়ার মতো । অনেক সময় আমাদের হাত থেকে মোবাইল ফোন পড়ে গিয়ে ফোনটির ডিসপ্লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই মোবাইলটির ক্ষেত্রে ফোনের ডিসপ্লের উপরে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে । স্মার্টফোনটিতে ধুলোবালি এবং পানিরোধক এর মত কোন রেসিস্টেন্স ব্যবহার করা হয়নি । মোবাইলটি কজন 178 গ্রাম হওয়ায় ব্যবহারকারী হাসিখুশি ভাবেই ব্যবহার করতে পারবে । এই ফোনটিকে কেবলমাত্র কালো কালারে পাওয়া যাবে । 158.9 মিলিমিটার দৈর্ঘ্য এবং 75.5 মিলিমিটার প্রস্থের সাথে রয়েছে 8.4 মিলিমিটার পুরুত্ব ।প্রথম আকর্ষণ মোবাইলের ডিসপ্লে যার ডিজাইন মনোরঞ্জক এবং আকর্ষণীয় । বড় আকৃতির ডিসপ্লে 6.3 ইঞ্চির সাথে রয়েছে আইপিএস টাচস্ক্রিন । 1080×2340 পিক্সেল এর ফুল এইচডি রেজুলেশন এর সাথে multi-touch এর ব্যবহার অনেকটা নজরকাড়া । আলাদা করে মোবাইলটিতে দেওয়া হয়েছে 2.5D গ্লাস ।ফোনটির অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ভার্সন 10 এর আওতাভুক্ত । আমরা যারা গেম খেলার জন্য আগ্রহী তাদের জন্য সুখবর নিয়ে মার্কেটে চলে এসেছে এই স্মার্টফোনটি । কেননা মডেলটিতে গেমিং প্রসেসর এর সাথে ব্যবহার করা হয়েছে উন্নত মডেলের চিপসেট । রিপোর্টে দেখা যায় Octa-Core up to 2.2 GHz মডেলের প্রসেসর এবং Qualcomm Snapdragon 666 মডেলের চিপসেট ও জিপিইউ রয়েছে Adreno 512 । মোবাইলটিতে লো কোয়ালিটির lithium-polymer টাইপ ব্যাটারি রয়েছে । ব্যাটারি ক্যাপাসিটিতে রয়েছে 3600 এমএইচ পাওয়ার । এই ফোনটি দিয়ে ব্যাটারি পারফরম্যান্স ততটা ভালো পাওয়া যাবে না বললেই চলে । ব্যাটারিটি 18 ওয়াট দ্রুত চার্জ হবে ।
Walton Primo RX8 দাম
মোবাইলটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 4 জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব 64 জিবি রোম। এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 15,599 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 15,000€ (রুপি)।আর 179 $ ডলার নির্ধারণ করা হয়েছে বর্তমান বিশ্ব বাজারের মার্কেটপ্লেসের ভিতরে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।
একটি মন্তব্য পোস্ট করুন