Ads

দেশের স্মার্টফোন মার্কেটে প্রতিযোগিতা আগের চেয়ে বেড়েছে কয়েকগুণ। স্যামসাং, শাওমি ও রিয়েলমি এর মত বিদেশী ব্র্যান্ডগুলোর পাশাপাশি দেশী ব্র্যান্ড, ওয়ালটন পিছিয়ে নেই কোনোদিকে। তারই প্রমাণ হিসেবে এবার বাজিমাত করার মত একটি ডিভাইস নিয়ে এলো ওয়ালটন। কথা বলছি সদ্য মুক্তি পাওয়া ওয়ালটন এর নতুন ফোন, ওয়ালটন প্রিমো এস৮ মিনি সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটির দাম ও স্পেসিফিকেশন বিস্তারিত digital Bangla reviews এর মাধ্যমে।


ওয়ালটন প্রিমো এস৮ অফিসিয়াল মোবাইল ফোনের রিভিউ | Walton Primo S8 price in global


ওয়ালটন প্রিমো এস৮ ফুল ফিচার 

সিম্পল এর মধ্যে গর্জিয়াস” কথাটি সম্পূর্ণভাবে ওয়ালটন প্রিমো এস৮ মিনি এর ডিজাইন এর ক্ষেত্রে খাটে। এই ফোনটির ডিজাইন দেখতে বেশ সাধারণ হলেও এর মিনিমালিস্টিক লুক দেখে ফোনটির দাম বিবেচনার কোনো উপায় নেই। বেশ সুন্দর দেখতে একটি ফ্রন্ট পাঞ্চ-হোল ক্যামেরা, ফোনটির ব্যাকে বেশ সুন্দরভাবে স্থান পেয়েছে ক্যামেরা কাটআউট। ক্যামেরার ঠিক কিছুটা নিচেই রয়েছে ফিজিক্যাল ফিংগারপ্রিন্ট সেন্সর।ফোনের ফ্রন্টে রয়েছে ৬.৫৩ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজ্যুলেশনের ডিসপ্লে। এই দামে কিছু ব্রান্ডের ফোন এইচডি প্লাস ডিসপ্লেতে ৯০হার্জ রিফ্রেশ রেট প্রদান করছে। তবে ৯০হার্জ রিফ্রেশ রেট এর চেয়ে বেটার স্ক্রিন রেজ্যুলেশন অধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ এখানে গিমিক কোনো ফিচার না রেখে কাজের ফিচার রাখার চেষ্টা করেছে ওয়ালটন।ক্যামেরা সেকশনে ওয়ালটন দিনে দিনে বেশ উন্নতি করছে। ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটির ব্যাকে রয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ ও ফ্রন্টে রয়েছে ১৩মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ১৬মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ৮মেগাপিক্সেল এর আলট্রাওয়াইড, এবং ২মেগাপিক্সেল এর একটি ডেপথ সেন্সর ও আরেকটি ২এমপি ম্যাক্রো ক্যামেরা রয়েছে।ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটিতে ব্যাটারি থাকছে ৫০০০মিলিএম্প এর। এই ব্যাটারিকে চার্জ করতে ফোনের বক্সেই পেয়ে যাবেন ১৮ওয়াট এর ফাস্ট চার্জার।ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটির প্রধান আকর্ষণ হলো এর স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর। প্রসেসরটি বেশ পুরোনো হলেও বর্তমানে বেশ ভাল পারফরম্যান্স প্রদানে সক্ষম। আর এই বিষয়টিকে মাথায় রেখে কোয়ালকম এর স্ন্যাপড্রাগ ৬৬৫ প্রসেসর এর ফোন ওয়ালটন প্রিমো এস৮ মিনি বাজারে নিয়ে আসলো ওয়ালটন।

ওয়ালটন প্রিমো এস৮ দাম 

মোবাইলটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 4 জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব 64 জিবি রোম। এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 13,999 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 9,000€ (রুপি)।আর 169 $ ডলার নির্ধারণ করা হয়েছে বর্তমান বিশ্ব বাজারের মার্কেটপ্লেসের ভিতরে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads