Ads

সারা বিশ্বের স্মার্টফোন বাজারে বর্তমানে রীতিমতো আগুন লেগেছে বললেও ভুল হবেনা । আগে মানুষ কমদামে ফোন কিনতে আনঅফিসিয়াল ফোনের দিকে ঝুঁকত , কিন্তু বর্তমানে অফিসিয়াল আনঅফিসিয়াল সকল ফোনের দাম বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে , যার ফলে বাজেট ক্রেতাদের বেশ মুশকিলে পড়তে হচ্ছে ফোন কেনার সময় সিদ্ধান্ত গ্রহণে । এমন সময় ইনফিনিক্স নিয়ে এলো একটি মিড-রেঞ্জ বাজেটের অসাধারণ ফোন যা হতে পারে বাজেট ক্রেতাদের কাছে স্বস্তির নিঃশ্বাস । কথা বলছি ইনফিনিক্স হট ২০এস ফোনটি সম্পর্কে। দাম কম হলেও অসাধারণ সব ফিচারে ভর্তি এই ফোনটি। বাজেট ফোন হলেও কোনো ফিচারে কমতি নেই এই ফোনে । চলুন জেনে নেওয়া যাক ইনফিনিক্স হট ২০এস সম্পর্কে বিস্তারিত।

ইনফিনিক্স হট ২০এস চমৎকার লেবেলের মোবাইল ফোনের রিভিউ | infinix hot 20s price in global


ইনফিনিক্স হট ২০এস ফুল ফিচার 

ডিজাইনের দিক দিয়ে বাজেট সেগমেন্টে বাজারের অন্য ফোনগুলোর চেয়ে কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করে থাকে ইনফিনিক্স। সেই ধারা বজায় থাকছে ইনফিনিক্স হট ২০এস ফোনটির ক্ষেত্রেও। বক্স টাইপের ডিজাইনের ফোনটির ব্যাকে সুন্দরভাবে স্থান পেয়েছে ট্রিপল ব্যাক ক্যামেরা সেটাপ।বাজারের অন্য সব বাজেট ফোনের চেয়ে আলাদা ধাঁচের এই ডিজাইন অনেকটা স্ট্যান্ড-আউট করে বলতেই হবে। ফোনের ফ্রন্টে পাঞ্চ হোল ক্যামেরা রয়েছে। অর্থাৎ ফোনটির ফ্রন্ট ও ব্যাকে বেশ মডার্ন ডিজাইন রেখেছে কোম্পানিটি। এবার আসি এই ফোনের প্রথম আকর্ষণ, এর ডিসপ্লে সেকশনে। ৬.৭৮ইঞ্চির ফুলএইচডিপ্লাস ডিসপ্লে রয়েছে ইনফিনিক্স হট ২০এস ফোনটিতে। এখানে মাথানষ্ট সংযোজন হলো ১২০হার্জ রিফ্রেশ রেট।এবার আসি ইনফিনিক্স হট ২০এস এর ক্যামেরা ডিপার্টমেন্টে। ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে ফোনটিতে। ৫০মেগাপিক্সেল মেইন সেন্সরের পাশাপাশি দুইটি ২মেগাপিক্সেল হেল্পিং সেন্সর রয়েছে। সর্বোচ্চ ১৪৪০পি রেজ্যুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে এই ক্যামেরা দ্বারা। ফোনের ফ্রন্টে ৮মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে যা দ্বারা ১০৮০পি রেজ্যুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। অর্থাৎ ক্যামেরা ডিপার্টমেন্টে কোনো কমতি রাখেনি ইনফিনিক্স।ইনফিনিক্স হট ২০এস ফোনটির হেলিও জি৯৬ প্রসেসর কিন্তু বেশ শক্তিশালী। পারফরম্যান্সের দিক দিয়ে হেলিও জি৯৬ অনেকটা স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের সমান যা আমরা ৩০হাজার টাকা দামের ফোনেও দেখতে পাই। সহজ ভাষায় বলতে গেলে এই দামে এই প্রসেসর পুরোই পয়সা উসুল বলা চলে।

ইনফিনিক্স হট ২০এস দাম 

মোবাইলটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 4 জিবি রেম এবং রোম হিসেবে পেয়ে যাব 64 জিবি রোম। এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 18,999 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 12,999€ (রুপি)।আর 169 $ ডলার নির্ধারণ করা হয়েছে বর্তমান বিশ্ব বাজারের মার্কেটপ্লেসের ভিতরে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads