যাদের ভিভো মোবাইল ফোন পছন্দ এবং যারা ভিভো মোবাইল ফোন ক্রয় করে থাকেন তাদের জন্য খুবই আকর্ষণীয় একটি পোস্ট আপনার বাজেট যদি একদম কম হয়ে থাকে এক্ষেত্রেও কিন্তু আপনি এই দারুন মোবাইল ফোনটি ক্রয় করতে পারবেন এবং মোবাইল ফোনের সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি ইউটিউব অথবা গুগলের মাধ্যমে জেনে নিতে পারেন খুব জনপ্রিয় একটি মোবাইল ফোন এবং খুব ভালো পরিমাণে সার্ভিস প্রদান করে থাকে।অনেকেই আছেন যারা কম বাজেটের ভিতরে মোবাইল ফোন ক্রয় করতে চান কিন্তু কম বাজেটের ভিতরে অনেক মোবাইল ফোন থাকলেও সকল মোবাইল ফোন কিন্তু ভালো নয় অনেক মোবাইল ফোন রয়েছে যেগুলো শুধুমাত্র ডিসপ্লে বড় বা এরকম কিছু দেখে আপনি মোবাইল ফোনকে ক্রয় করবেন পরবর্তী সময় দেখা যাবে এই মোবাইল ফোনের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যেমন আপনি মোবাইল ফোনটি খুব বেশি সময় ব্যবহার করতে পারবেন না চার্জিং খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে।
ফোনটিতে 2G, 3G, 4G নেটওয়ার্ক সাপোর্টেড।যা এই দামে অনেক ভালো।
ফোনটিতে 6.35 ইঞ্চির IPS LCD Touchscreen Display দেওয়া হয়েছে।যা এই দামে মুটামুটি ভালো।ফোনটির ডিসপ্লে HD+ 720 x 1544 পিক্সেল।যা এই দামে ভালই।ফোনটির ওজন 190.5 গ্রাম ।যা, মোটামোটি ঠিকঠাক আছে।এবং যথেষ্ট হালকা, যার ফলে ব্যাবহারে কোনো অসুবিধার সৃষ্টি করবে না।ফোনটির OS Version Android 9 ।যা বেশি ভালো না।তবে এটা কোন সমস্যা না।
ফোনটিতে প্রসেসর হিসেবে Octa core, up to 1.95 GHz দেওয়া হয়েছে।এই দামের মাঝে ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে GPU হিসেবে থাকছে Adreno 505 ।এই দামে মুটামুটি ভালো। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 439 (12 nm) ।এই দামে ভালই।ফোনটিতে 3GB রেম ।দাম অনুযায়ী ভালোই রেম দেওয়া হয়েছে।তবে বর্তমানে এই দামে 4GB ও পাওয়া যায়।32GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে মুটামুটি ভালো।
পিছনে Dual 13+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো PDAF, LED flash, HDR, depth sensor ইত্যাদি।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য Full HD (1080p) এর সুবিধা রয়েছে।পিছনের ক্যামেরা যথেষ্ট ভালো দেওয়া হয়েছে।যা অনেক ভালো ছবি তুলতে সক্ষম।
এবং সেলফির জন্য 8 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।ক্যামেরাটির ফিচার হলো F/1.8 aperture ইত্যাদি।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য Full HD (1080p) এর সুবিধা রয়েছে।সেলফির জন্য ভালো একটি ক্যামেরা দেওয়া হয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 10W ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 10 W ওয়ার্ডের ফাস্ট চার্জার।দাম অনুযায়ী যথেষ্ট ভালো একটি ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ফাস্ট চার্জিং সুবিধাও অনেক ভালো।
এই স্মার্টফোনটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি প্রায় সকলেই। এবার আমরা জেনে নিব স্মার্টফোনটির ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হবে ? বাংলাদেশের মার্কেট প্লেস থেকে স্মার্টফোনটি পার পিস পতি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 11,990 টাকা। আর যদি আপনি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 9,999€ (রুপি) স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।
একটি মন্তব্য পোস্ট করুন